গাজীপুরের কুনিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। শনিবার সকাল থেকে সাড়ে ১১টা থেকে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্ডার কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ, অবৈধ ভাবে বেশি চুলা ব্যবহারের জন্য প্রায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধ চুলা, বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও সরঞ্জাম জব্দ করা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুর জোনের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, সিটি কর্পোরেশনের কুনিয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ এবং অবৈধ ভাবে অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে সাতজনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়.

অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে চার শতাধিক বাড়ির ৮শ’ গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন সহ বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এ অভিযান অব্যাহত থাকবে।