মিরসরাইয়ে পিকাপ-অটোরিকশা সংঘর্ষে সাখাওয়াত হোসেন শুভ (১৫) নামে ০১ জন পথচারী নিহত এবং অটোরিকশা চালক ও যাত্রী আহত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সকাল সোয়া দশটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার উত্তর প্রান্তে কমফোর্ট হাসপাতালের সামনে চট্টগ্রামগামী পিকাপ ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশা’র মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শুভ উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। এবং আহতরা হলেন হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামের আব্দুল ফয়েজের পুত্র অটোরিকশা চালক মোঃ সফি (৫০) ও অটোরিকশা যাত্রী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নীল কমল এলাকার মোঃ হাসেমের পুত্র জামাল উদ্দিন (৩৫)। এ ঘটনায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার ট্যাটন নাপিতখালী গ্রামের জাকির হোসেনের পুত্র পিকাপের চালক মোঃ সোহেল (২৬) কে আটক করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বারইয়াহাট কমফোর্ট হাসপাতালের সামনে শুক্রবার সকাল সোয়া দশটার দিকে চট্টগ্রাম অভিমুখী একটি অজ্ঞাতনামা পিকাপ ও বিপরীত দিক থেকে আসা অটোরিক্সা’র মুখোমুখি সংঘর্ষে সাখাওয়াত হোসেন শুভ নামে একজন পথচারী ঘটনাস্থলে নিহত হয়েছে এবং একই দুর্ঘটনায় অটোরিকশা চালক ও আরেক যাত্রী আহত হয়েছে। আহতদেরকে প্রথমে কমফোর্ট হাসপাতালে ভর্তি করার পর সেখানে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, পিকাপ ও চালককে আটক করা হয়েছে এবং নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মিরসরাই প্রতিনিধি