কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নুরুল আলম (২৬) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি সংস্থায় স্বেচ্ছাসেবকের দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।

সোমবার রাতে ৪নং রোহিঙ্গা ক্যাম্প মধুরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন উর রশিদ সমকালকে জানিয়েছেন, নুরুল আলম ক্যাম্পে একটি বেসরকারি সংস্থায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। এই কাজ করা নিয়ে রোহিঙ্গাদের একটি গ্রুপের রোষানলে পড়েন তিনি।

তাকে একদল রোহিঙ্গা দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে এর জেরেই এ ঘটনা ঘটেছে।