কচুয়া স্বদেশ মাল্টিপারপাস কোওপারেটিভ সোসাইটি নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান খুলে বাগেরহাট জেলা ও কচুয়ার আসপাশের এলাকা থেকে ৫ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থাকা প্রতারক হুমায়ুন রশিদ সুজন(৩০) নামে এক যুবককে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।আটক কৃত যুবক কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ঝালোডাঙ্গা এলাকার মামুনুর রশীদের ছেলে।আটক কৃত ঐ ব্যাক্তি নামসর্বস্ব প্রতিষ্ঠাটির পরিচালক।

এ বিষয়ে জানাযায়,দীর্ঘ দিন ধরে দেপাড়া বাজারে হুমায়ুন রশিদ সুজন নামের যুবক স্বদেশ মাল্টিপারপাস কোওপারেটিভ সোসাইটি নামে একটি প্রতিষ্ঠান খুলে গ্রাহকদের নানা ধরনের প্রলোভন দিয়ে ৪ থেকে ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিলেন।এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষে জাহিদুল ইসলাম বাগেরহাট কোর্টে একটি মামলা দায়ের করেন মামলা নং- সিআর ৩৫৬/২১।ঐ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হুমায়ুন রশিদ সুজনকে কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলামেরর নেতৃত্বে এসআই হাসেম ও আব্দুর রহমান এবং কনস্টবল রিয়াজুল ও সোহরাফ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলগাঁও থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে খিলগাঁও এলাকার টিলপা পাড়া এলাকা থেকে ১ আগষ্ট সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে কচুয়া থানায় নিয়ে আসে।পরদিন ২ আগষ্ট মঙ্গলবার আটককৃত যুবককে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
তার আটকের খবর শুনে আসেপাশের শতাধিক ভুক্ত ভোগী গ্রাহকেরা কচুয়া থানা চত্বরে জরো হয়ে স্বস্তি প্রকাশ করে ও ন্যায় বিচার কামনা করেন।
এ বিষয়ে কচুয়ার বিশিষ্ট ব্যাবসায়ী সুমন সরদার বলেন,২০২০ সাল থেকে তার সাথে আমার ব্যাবসায়ীক লেনদেন শুরু হয় ও আমার কাছ থেকে ফ্রীজ টিভি বাকিতে- নগদে নিতো এভাবে একটি লেনদেন শুরু হয় এর পর কিছু টাকা নগদ দিয়ে ১৯ লক্ষ টাকার মতো বাকি করে আজ দি কাল দি বলে আর পরিশোধ করেনি।
এছাড়াও বাবুল সরদারের ১০ লক্ষ,পার্থর ১০ লক্ষ,হাচান আলীর ৩ লক্ষ এরকম বিভিন্ন পরিমাণে দুই শতাধিক গ্রাহকের কাছ থেকে ৫ কোটি টাকার মতো হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন ভুক্তি ভোগীরা।ভুক্ত ভোগীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী সদস্য রয়েছে।
এ বিষয় কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃমনিরুল ইসলাম মুঠো ফোনে বলেন,বিজ্ঞ আদালত বাগেরহাট থেকে ওয়ারেন্ট পাওয়ার পরথেকে আসামীকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চালাই অবশেষে গত ১ আগষ্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলগাঁও থানার সহযোগিতায় টিলপা পাড়া এলাকা থেকে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করি।

বাগেরহাট থেকে রুহুল আমিন বাবু