পেশাগত দায়িত্ব পালনকালে লালমনিরহাটের সদর উপজেলায় ৪ সাংবাদিককে মারধরের মামলার প্রধান আসামি সাহেব আলী মন্ডলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার( ১৪ আগস্ট) দুপুরে সাংবাদিকদের মারধরের হামলা মামলায় প্রধান আসামি সাহেব আলী মন্ডলকে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা সিঙ্গের ডাবরি এলাকা থেকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

জানা যায়, পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজার রহমান মন্ডলের বড় ছেলে সাহেব আলী মন্ডল একই এলাকার দুই সন্তানের জননীকে ফুসলিয়ে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে। সাহেব মন্ডল নিজেও দুই সন্তানের জনক। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে সাংবাদিকরা সেখানে সংবাদ সংগ্রহে যায়। সাংবাদিক আসার কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে সাহেব মন্ডল ১০/১২ জন সন্ত্রাসী নিয়ে পঞ্চগ্রাম ইউনিয়নের সাকোরপাড় নামক স্থানে সাংবাদিকদের পথরোধ করে। পরে হামলাকারীরা সাংবাদিকের কাছে থাকা ক্যামেরা ট্রাইপড কেড়ে নিয়ে ক্যামেরা ভাংচুর করে।

এসময় সাহেদ আলী মন্ডল ঐ ক্যামেরার ট্রাইপোট দিয়ে সাংবাদিকদের এলোপাতারী আঘাত করতে থাকে। এতে যমুনা টিভির প্রতিনিধি আনিছুর রহমান লাডলার মাথায় আঘাত করলে তার মাথা ফেটে রক্ত বের হয়।
ফলে “লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি”সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে দফাদার মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ করে।

লালমনিরহাট সদর থানার পুলিশ অভিযান চালিয়ে রাজারহাট সিংগের ডাবরি থেকে সাহেব মন্ডল (৩৫) কে গ্রেপ্তার করেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলার সিঙ্গের ডাবরি এলাকা থেকে সাংবাদিককে মারধরের প্রধান আসামি সাহেব আলী মন্ডল (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এবং বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।