সকালের দিকে রাসেল ডমিঙ্গো বাংলাদেশী মিডিয়াতে দক্ষিণ আফ্রিকা থেকে তথ্য পাঠালেন তিনি পদত্যাগ করেননি, তবে তিনি আর বাংলাদেশ ক্রিকেট দলের দ্বায়িত্ব পালন করছেন না। তিনি আসছেন না বাংলাদেশে। কেন ? এর জবাবটা তিনি মিডিয়াকে বিসিবির কাছ থেকে নিতে বলে দিলেন।

এরপরই শুরু হয় বিসিবিতে শীর্ষ মহলের বক্তব্য কি জানতে অপেক্ষা করা। এ পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন মিরপুরে সাংবাদিকদের মুখামুখি হন। তিনি ডমিঙ্গোর না ফেরা প্রসঙ্গে বলেন, ‘আসলে আমরা বিষয়টি দেখেছি। আমি মনে করি, এটা হচ্ছে, রাসেলের সঙ্গে কিছু গণমাধ্যম যোগাযোগের পর সেখানে বিষয়টা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। রাসেল হয়তো একভাবে বুঝাতে চেয়েছেন, কিন্তু দুয়েকটা সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে এভাবে (পদত্যাগ করেছেন) এসেছে।’

প্রধান নির্বাহীনিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, ‘আজ সকালেও রাসেলের সঙ্গে কথা হয়েছে। আপনাদের সঙ্গেও দুয়েকদিন আগে প্রেস মিট করেছে। সেখানে প্রেসিডেন্টও ছিলেন। তার আগে বোর্ড সভাপতির সঙ্গে রাসেলের বিস্তারিত আলোচনা হয়েছে, কীভাবে টেস্ট ও ওয়ানডে টিম নিয়ে কাজ করবেন? রাসেল সেভাবেই কাজ করে যাচ্ছে। আশা করছে, খুব শিগগিরই বিস্তারিত পরিকল্পনা বোর্ডকে জমা দেবে।’

অক্টোবরে বাংলাদেশ ‘এ’ দল দুবাই যাবে আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে খেলতে। সেখানে ডমিঙ্গো যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন নিজামউদ্দিন চৌধুরী, ‘সামনে ‘এ’ দলের একটি সফর আছে। সেখানেও সে থাকবে। আমার জানা নেই, এটা (পদত্যাগ) কোথা থেকে এসেছে, এটা বলতে পারবো না। ’

জোর কণ্ঠে তার দাবি, ‘রাসেল যেভাব কথাগুলো বলেছে সেভাবে কথাগুলো আসেনি। সবচেয়ে বড় কথা তিনি যা বোঝাতে চেয়েছেন সেভাবে বক্তব্য প্রচার হয়নি। গণমাধ্যমে যেভাবে খবর হয়েছে, তাতে সেও বিব্রত।’