এশিয়া কাপ ২০২২ টি-টোয়েন্টিতে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি এই ফরম্যাটে থাকছেন না হেড কোচ। তাহলে শ্রীরামের কাজটা আসলে কী? বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে সংবাদ সম্মেলনে সেটা জানিয়েছেন শ্রীরাম।
খেলোয়াড়ী জীবন খুব একটা লম্বা না, ভারতের হয়ে খেলেছেন কেবল আট ওয়ানডে। কোচিং ক্যারিয়ার অবশ্য বেশ সমৃদ্ধ শ্রীধরন শ্রীরামের। অস্ট্রেলিয়া জাতীয় দলের সঙ্গে ছিলেন, আইপিএলেও বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করেছেন

জানিয়েছেন কীভাবে যুক্ত হলেন বাংলাদেশ দলের সঙ্গে।  তিনি বলেছেন, ‘আমি কেবল ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্ব ছেড়ে টিএনপিএলে ধারাভাষ্য দিচ্ছিলাম। তখন খালেদ মাহমুদ সুজন আমাকে ফোন করে। তারা আমাকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসাবে পেতে চায়। এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটে যায়। এখন আমি আপনাদের সামনে। ’

‘আমি মনে করি এটা খুব সহজ ব্যাপার ছিল। আমি আমার ভূমিকা সম্পর্কে বেশ পরিষ্কার। কোচিং স্টাফে দক্ষ কয়েকজন কোচ আছে। আমি আশা করি তারা দারুণভাবে দায়িত্ব পালন করবে। আমার মূল কাজটা হচ্ছে অধিনায়ক, টিম ডিরেক্টর ও এসব দক্ষ কোচদের সমন্বয় করে কাজ করা। ’দলে নিজের ভূমিকা জানিয়ে শ্রীরাম বলেছেন, ‘অস্ট্রেলিয়া ও আইপিএলে আমার অর্জিত টি-টোয়েন্টির কোচিং অভিজ্ঞতা কাজে লাগানোটা পরিকল্পনা। আমি আমার ভূমিকা সম্পর্কে পরিষ্কার। আমি বলছি না যে দলটাকে আমি নেতৃত্ব দিচ্ছি। আমি কেবল সবগুলো বিষয়কে একত্রিত করবো। ’