চার ব্যর্থ হবার পর ২০২২ সালে এলো সফলতা। তাও আবার ইতিহাস রচনা করেই। নেপালের মাটিতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশের বাঘিনী ফুটবল দল হাওয়ায় ভসছে। কাল দেশে ফিরছে। খোলা ছাদের বাসে করে বিমানবন্দর থেকে ফুটবল ফেডারেশনের ভবনে দিকে যাবার পরিকল্পনা জানা গেছে।

আজ (মঙ্গলবার) একদিনের বিশ্রাম পেয়েছেন নারী দলের ফুটবলাররা। আধিপত্য বিস্তার করে চ্যাম্পিয়ন দলের মতোই পুরো টুর্নামেন্ট খেলার সাবিনা-সানজিদারা সকালের নাশতা করার পর কাঠমান্ডু শহর ঘুরে বেড়ানোর জন্য দলবেধে বের হয়েছে।

অন্যদিকে পিছিয়ে থাকছে না নেপালে থাকা বাংলাদেশ হাইকমিশন। জানা গেছেন আজ বিকেলে নেপালের কাঠমান্ডুস্থ দূতাবাসে আমন্ত্রণ রয়েছে শিরোপা জেতা এ দলের। সেখানে তাদের সংবর্ধনা দেওয়া হবে।

তবে বাংলাদেশের স্বর্ণকন্যাদের বরণ করে নিতে ঠিক কী ব্যবস্থা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেটা জানা যায়নি। দলের অন্যতম সেরা ফুটবলার সানজিদা আখতারের তেজোদ্দীপ্ত বার্তার পর আপামর ক্রীড়াপ্রেমীদের দাবি, চ্যাম্পিয়ন দলকে যেনো ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করা হয়। বিষয়টি মাথায় রেখেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি জানিয়েছেন, চ্যাম্পিয়নদের ছাদ খোলা বাসেই সংবর্ধনা দেয়া হবে।

ইতিহাস ২০২২ সালে সৃষ্টি হল, কিন্তু পেছনে অনেক কষ্ট আর পরিশ্রমের গল্প রেখে এসেছে বাংলাদেশের মেয়েরা। তিনবার সেমিফাইনাল ও একবার ফাইনাল হারের পর অবশেষে শিরোপা ছুঁয়ে দেখার স্বাদ পেল বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ।

পরিকল্পনা অনুযায়ী, বাঘিনী চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল কাল বুধবার দুপুরে দেশে ফিরবেন। নেপাল থেকে দুপুরে সোয়া ১২টার ফ্লাইটে দেশের উদ্দেশে যাত্রা শুরু করবেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, সিরাত জাহান স্বপ্নারা। এক ঘণ্টার ফ্লাইট শেষে দুপুর সোয়া ১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের।