জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ইনস্টিটিউটের অডিটরিয়ামে ÔDiscourse on Higher Studies and ResearchÕ শীর্ষক সেমিনারে ভারত এবং বাংলাদেশের প্রথিতযশা গবেষক ও শিক্ষাবিদগণ অংশগ্রহণ করেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ও বঙ্গবন্ধু প্রফেসরিয়াল ফেলো প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

সেমিনারে ভারতের জহরলাল নেহারু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক শিতল প্রাসাদ, জহরলাল নেহারু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক সোয়াতি মদন, জহরলাল নেহারু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক অরবিন্দ ঢাহিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ওযাটারলু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক চয়ন কে সাহা গবেষকদের মধ্যে উপস্থিত ছিলেন। এছাড়াও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মনিরুজ্জামান শাহীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন প্রমুখ সেমিনারে উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতে সমাজবিজ্ঞানী জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান সেমিনারে অংশগ্রহণকারীদের স্বাগত জানান। তিনি দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে তাৎপর্যপূর্ণ আলোচনার জন্য সবাইকে ধন্যবাদ জানান।