ফারিহা ইসলাম তৃষ্ণা, বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন তারকা। আজ সিলেটের ২২ গজি উইকেটে অভিষেক টি২০ ম্যাচে খেলতে নেমে ইতিহাস রচনা করলেন।  ৮৮ রানের মালেশিয়াকে হারাতে ফাবিহার হ্যাট্রিক ছিল আসরের প্রথম  ঘটনা।  স্বাভাবিক ভাবেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে  ফাবিহাকেই প্রত্যাশা করা হয়েছে। হয়েছেও তাই, সংবাদ সম্মেলনে তিনিই এলেন্ কথা বলতে।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফাবিহা ইসলাম বলেন, ‘আসলে প্রতিপক্ষ ছোট বা বড় করে দেখার উপায় নেই। জয়টা এটা গুরুত্বপূর্ণ। সবাই জেতার জন্য এসেছে। আমাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষ যেই হোক ভালোটা দিয়ে শুরু ও শেষ করতে চাই। ভারত ম্যাচ পরের পরিকল্পনা এখন যেটা সামনে আছে সেটা নিয়েই ভাবছি।’

 

হ্যাট্রিকের পর আপনার অনুভূতি কেমন ছিল? জবাবে ফাবিহা বলেন, ‘অভিষেক ম্যাচ ছিল, চেষ্টা করেছি নিজের ভালোটা দেওয়ার। হ্যাটট্রিক হয়েছে, এতে অনেক খুশি অভিষেক ম্যাচেই স্মরণীয় কিছু করতে পারছি।’

এই মাঠে ঘরোয়া সাফল্যের ইতিহাস সম্পর্কে বলতে গিয়ে ফাবিহা বলেন,’আত্মবিশ্বাস অনেক বেশি ছিল। এনসিএলে কিছু ভালো খেলেছি। এই উইকেটটা আমার জন্য সৌভাগ্যের। কারণ যখনই আমি খেলি, ভালো কিছু চেষ্টা করি অথবা হয়। অভিষেক ম্যাচেই বিশ্বাস ছিল ভালো কিছু হবে বা করতে হবে।’

হ্যাট্রিকের ভেতরে ঢোকানো তিনটা বল প্রসঙ্গে জানতে চাইলে বলেন, ‘বল আমি নিজের জায়গায় করার চেষ্টা করেছি। কোনো ভ্যারিয়েশনের চেষ্টা করিনি। শুধু স্বাভাবিকভাবে জায়গা ঠিক রাখার চেষ্টা করেছি।’

নিজের উঠে আসা প্রসঙ্গে বলেন,’প্রথমত হ্যাঁ, পঞ্চগড়ে ক্রিকেটটা মেয়েদের জন্য অনেক কঠিন। ক্রিকেট বলতে ছেলেদের ছাড়া মেয়েদের কিছুই নেই। আমাদের মাঠ আছে অথচ অনুশীলন করা যাচ্ছে না। সমর্থনের কথা যদি বলেন, তাহলে বাবা-মায়ের অনেক সমর্থন পেয়েছি। ক্রিকেটে আসার পেছনে আমার স্কুলের শিক্ষক আমিনুদ্দিন স্যারের অনেক সাহায্য ছিল।’

নিজের অভিষেক নিয়ে বলেন,’দলে ছিলাম। চেষ্টা ছিল যেদিনই খেলবো ভালো কিছু করবো। অভিষেক হবে জানতে পেরেছি আজকে সকালে। প্রতিটি অনুশীলনেই নিজেকে তৈরি করেছি যেদিন খেলবো, দলকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। প্রথমত ডেব্যু ক্যাপটা উনার কাছ থেকে নিতে পেরেছি এটা অনেক ভালো লাগছে। উনি অভিজ্ঞ ক্রিকেটার এবং শুরু থেকে ক্রিকেটে আছে। বাংলাদেশের সেরা পেস বোলার। উনার কাছ থেকে ক্যাপটা নিতে পেরে খুব ভালো লেগেছে। সেই সঙ্গে উনি আজকে আমাকে উইশ করেছে যে দিনটা যেন আমার ভালো হয়।

নিজের শক্তির জায়গা স্যুয়িং নিয়ে প্রসঙ্গে বলেন,’আমার শক্তির জায়গা হচ্ছে আমার স্পট বল। মানে মেইন জায়গা স্পটে। সহজাতভাবে আমি আউটস্যুইং পাই, যেটা বাঁহাতিদের বেলায়। ডানহাতিদের বেলায় যেটা ইনস্যুয়িং হয়। আমি যদি আমার জায়গায় বল করার চেষ্টা করি আমার বলগুলো ভালই হয়। কাজেই আমি আমার শক্তির জায়গা মনে করি স্পট বলটাই।

আজকের উইকেট অনেক ভালো ছিল। টার্ন ছিল, স্যুইং ছিল। প্রথমত আমি বল করি করি আমি বলব স্যুইংটা পেয়েছি। আর বল উঠছিল তাই ব্যাটসম্যানদের খেলতেও সুবিধা হয়েছে। আমাদের ব্যাটাররা যখন ব্যাট করেছে উইকেট ভাল ছিল। আমি বলব উইকেট নিয়ে আমরা সন্তুষ্ট।