সিলেট ক্রিকেট স্টেডিয়াম থেকে

৫ বার নারী এশিয়া কাপে শিরোপা ঘরে তোলার ভারত গত আসরে (২০১৮) বাংলাদেশের বিপক্ষে হেরে শিরোপা হাত ছাড়া করে। এবার সেই ভারত নারী এশিয়া কাপের আসরে শীর্ষ দল হিসেবে সেমেতে খেলবে কাল। িএবার যদি শিরোপা পেয়ে যায় তাহলে তা হবে ৬ষ্ঠ বারের মতো শিরোপা জয়। কিন্তু এর জণ্য অবশ্যই পাকিস্তান বা শ্রীলঙ্কাকে হারাতে হবে ফাইনালে। তবে আশাবাদী ভারতীয় নারী ক্রিকেট দল।

দুপুরে সেমির প্রস্তুতি নিতেই সিলেট ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ তে অনুশীলনে নেমে পড়ে। তবে নামার আগে দলের সদস্য স্নেহ রানা, ‘দেশকে প্রতিনিধিত্ব করা সবসময়ই দারুণ ব্যাপার। একটা টুর্নামেন্টের সেমি-ফাইনালে ওঠাও অবশ্যই ভালো লাগায়। আশা করছি ভালো একটা ম্যাচ হবে। কোনো দলকেই আসলে ছোট করে দেখার সুযোগ নাই। তারা উন্নতি করছে, শিখছে আশা করি ভালো ম্যাচ হবে।’

ফাইনালের ব্যাপারে আত্মবিশ্বাসী কতটা? হেসে দিয়ে রানা বলেন, ‘আমরা আসলে চাইবো যত বেশি রান তোলা যায় যদি আগে ব্যাট করি। প্রতিটি সুযোগের সেরা ব্যবহার করাই বড় ব্যাপার।  সুন্দর (আবহাওয়া), আসলেই আবহাওয়া দারুণ। গত ২-৩ দিন এমন পরিবেশ আছে কিন্তু এর আগে অনেক অনেক গরম ছিল (হাসি)।

ভক্তদের দেখা পাওয়া উপভোগের ব্যাপার সেটা যেখানেই হোক না কেন। তাদের কাছ থেকে অবশ্যই আপনি অনুপ্রেরণা খুঁজে পাবেন। আপনি যখন আপনার দেশের জন্য খেলছেন তখন সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।

দেখুন তারা শিখছে, উন্নতি করছে, অবশ্যই একটা ভালো দল হয়ে উঠে আসছে আগামীর দিনগুলোতে। তাদের ভালো ব্যাটার আছে, ওপেনার আছে। তাদের জিন্স আছে (নাত্থাকান ছানথাম) তাদের ভালো কিছু প্রতিভা আছে। নিকট ভবিষ্যতে তারা আরও ভালো দল হয়ে উঠবে আশা করছি ‘