আগামী ১০ ডিসেম্বর রাজধানীর আরামবাগ মাঠে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি, তবে আগের অবস্থানেই অনড় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র ফারুক হোসেন।

তিনি বলেন, ১০ ডিসেম্বর সমাবেশের জন্য বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান দেয়া হয়েছিল। এদিকে বিএনপি আরামবাগ মাঠে সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে প্রস্তাব দিয়েছে। তবে সোহরাওয়ার্দী উদ্যান বা বিশ্ব ইজতেমার ময়দানেই অনুমতি দিতে চায় পুলিশ।

ডিএমপি বলছে, কোনোভাবেই রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া হবে না। এছাড়া, বিএনপি নেতাকর্মীদের ধরতে পুলিশের কোনো অভিযান চলছে না জানিয়ে ডিএমপির মুখপাত্র আরও জানান, ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মাদক ব্যবসায়ী বা যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেফতারে অভিযান চলছে।