হয়রানিমূলক মিথ্যে মামলা দায়ের করার অভিযোগে আরিফ হোসেন নামের এক মামলার বাদিকে বাংলাদেশ দন্দবিধি এর ২১১ ধারার অপরাধ প্রমানিত হওয়ায় তিন বছর বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেছেন আদালত।সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে নীলফামারীর জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মেহেদী হাসান এই রায় প্রদান করেন।দন্ডিত ওই ব্যক্তি জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জের(মাস্টারপাড়া)এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে।

মামলা বিবরনে জানা যায়,পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জের এলাকার বাসিন্দা মোজাম্মেল হক গংদের বিরুদ্ধে ২০১৯ সালে একই এলাকার আরিফ হোসেন ডিমলা থানায় হয়রানিমূলক মিথ্যে মামলা দায়ের করেন।জি আর মামলা নং- ৯৪/১৯, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ দ:বি:)এন জি আর ১৪/২০ নং এন জি আর। মামলাটি মিথ্যে প্রমানিত হওয়ায় দন্দবিধি এর ২১১ ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় সোমবার তাকে তিন বছর বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় বলেন,মারধর ও আটক রাখার অভিযোগ এনে ডিমলা থানায় মামলা করেন আরিফ হোসেন। মামলাটি তদন্ত কালে অভিযোগ সঠিক নয় ও মিথ্যা বলে প্রমাণিত হলে এ বিষয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালতের বিচারক এ রায় প্রদান করেন।

সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।