কক্সবাজারের উখিয়ার ৯ নম্বর ক্যাম্পের নুর হাবি ওরফে ওয়াক্কাস রফিক (৪০) নামে এক রোহিঙ্গা নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। তাকে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সোমবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ক্যাম্পের ব্লক-সি/৩ এর মৌলভি ইয়াছিনের শেডের সামনে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনদের দাবি, ৯ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডের প্রতিবাদ করায় নুর হাবিকে হত্যা করা হয়েছে।

শেখ মোহাম্মদ আলী জানান, ২৫ থেকে ৩০ জন মুখোশধারী দুর্বৃত্ত রোহিঙ্গা নেতা নুর হাবিকে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে এনজিও আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি। অভিযোগ আসছিল কথিত আরসা (রাখাইনের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) সদস্যরা সংঘবদ্ধভাবে গত রবিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন।