বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ বাগেরহাট ২৫০ শষ্যা হাসপাতালে রুগীরা সার্জারি,র অপারেশনের সুফল পাচ্ছে। এখনে বিশেষ করে অসহায় ও খেটে খাওয়া দিন মুজুর অধিকাংশ রোগী চিকিৎসা নিতে ভীড় জমাচ্ছে । হাসপাতাল সূত্রে জানাযায়, প্রায় এক বছর পূর্বে হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসা বিদ্যায় এফসি পিএস,এম এস,এম সি পি এস,এম আর সি এস ডাবল ডাঃফারুকুজ্জামান যোগদান করে সপ্তাহে দু,দিন রবি ও মোঙ্গল বার ভর্তি রোগীদের অপারেশন করছে। সার্জারী অপারেশনের পাশাপাশি চিকিৎসায় হাত যস খ্যাত এই চিকিৎসক এ পর্যন্ত প্রায় দেড় শতদিক রোগীর সফল ল্যাপোস্কোপি অপারেশন করেছেন। এই বিভাগে রাজশাহী মেডিক্যাল থেকে

আবাসিক সার্জন ডাঃরুহুল আমিন দুই সপ্তাহ পূর্বে যোগদান করায় চিকিৎসা সেবার গতি আরো বেড়েগেছে। হাসপাতালের আর এমও ডাঃসাদিয়া তাসমিম মুনমুন জানান,হাসপাতালে সপ্তাহে দুই দিন সার্জারী অপারেশনের পাশাপাশি অর্থ,ই এনটি সহ প্রতিদিন গর্ভবতী মহিলাদের সিজার করা হচ্ছে । তিনি হাসপাতালেরে জনসংকটের কথা বলে আরো জানান,জনসংকট দূর হলে এই হাসপাতালে চিকিৎসা সেবায় আমরা গোটা দেশে অন্যান্য দৃষ্টি স্থাপন করতে পারবো ইনশাল্লাহ। সার্জরী ডাঃ ফারুকুজ্জামান ও ডাঃ রুহুল আমিনের সাথে এ প্রতিনিধির কথা হলে তারা জানান,চিকিৎসা সেবা মহান পেশা আমার দু,জন চিকিৎসক প্রতিদিন ভর্তি রুগী ও আউটডোরে রুগীদের অপারেশনের পাশাপাশি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এবং অসুস্থ রুগী সুস্থ হয়ে তাদের মুখে হাঁসি ফুটলে আমাদের ও আনন্দ লাগে। ডাঃফারুকু জ্জামান জানান,বুধবার পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার চালতেখালী গ্রামের রাজু শেখ এর তিন মাসের শিশুপুএ রাইয়ান হাওলাদারের মায়ের গর্ভ থেকে দু,হাতে দুইটি অাঙ্গুল বেশি থাকায় তার সফল অপারেশন করেছি এবং এই শিশু পুএ এখন সুস্থ রয়েছে। এ সপ্তাহে মোট পনের জন রোগীর দেহে সফল অপারেশন করা হয়েছে এরা হলো মাহাতাব(৬২) ,মোতালেব(৪০), ইয়াসিন(২৪), সোহরাব (৫০),গৌতম(৬০),রোকেয়া(৪৫),মুক্তা(২০),হামিদা(২৫),তনয় হালদার(৫৮),মীর সুদিদ(৫৯),সাগর(১৫),ইয়াসির তিন মাস,সেকেন্দার (৬০),সুশান্ত (৩২),লেলিন তালুকদার (৩৪)।