পশ্চিমা সেনারা ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশ নিলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়ার অস্ত্রভান্ডার পাশ্চাত্যের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম। বৃহস্পতিবার মস্কোয় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ হুঁশিয়ারি দেন পুতিন। খবর রয়টার্স
পশ্চিমাদের সতর্ক করে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রুশ সেনারা ইউক্রেনে যুদ্ধের ময়দানে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখন কোনো দেশ যদি কিয়েভের সহায়তায় সৈন্য পাঠানোর সাহস দেখায়, তার পরিণতি হবে দুঃখজনক।
তিনি বলেন, এই যুদ্ধে হস্তক্ষেপ কতটা ঝুঁকিপূর্ণ সেটা পশ্চিমা নেতারা উপলব্ধি করতে পারছেন না।
ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিমা দেশগুলোর এটা মনে রাখা উচিত, আমাদেরও এমন অস্ত্র রয়েছে যেগুলো তাদের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। তারা পারমাণবিক যুদ্ধের হুমকি তৈরি করছে। আর এভাবে সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। এটা তারা বুঝতে পারছে না?
ভাষণে দেশের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়েও কথা বলেছেন পুতিন। ১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে প্রকৃত বিরোধী না থাকায় অনেকটাই নিশ্চিতভাবেই আগামী ছয় বছরের জন্য পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন পুতিন।