১৯৭১ সালের ২৫ মার্চ শহীদদের স্মরণে সোমবার গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দির মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোঃ রেজাউর রহমান, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ নয়ন, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম.এ বারী, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। পরে উদয় সিদ্দিকী ও সাজেদা রোজীর প্রযোজনায় ‘বৃত্ত সংস্কৃতি চর্চা’র পরিবেশনায় ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ গীতি-আলেখ্য পরিবেশিত হয়।