1দৈনিক বার্তা:  বিদেশি মুদ্রার মজুদে নতুন রেকর্ড বাংলাদেশ ব্যাংকের। এই প্রথম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০ বিলিয়ন (২ হাজার কোটি) ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার দিন শেষে ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান এ তথ্য জানান।
কাজী ছাইদুর রহমান জানান, গত কয়েক দিনে রপ্তানি আয় ও রেমিট্যান্স পাঠানোর প্রবৃদ্ধি ইতিবাচক ধারার কারণে রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। খাদ্য আমদানি না হওয়ায় তা রিজার্ভ বাড়াতে অবদান রেখেছে বলে জানান ছাইদুর রহমান।
গত ১৯ ফেব্রুয়ারি প্রথম এবং ১৯ মার্চ দ্বিতীয়বারের মতো রিজার্ভ ১৯ বিলিয়ন ডলার অতিক্রম করে। পরে ৫ মার্চ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জানুয়ারি-ফেব্রুয়ারি মেয়াদের ৯৬ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। প্রতি দুই মাস পর পর আকুর বিল পরিশোধ করতে হয়।
২০০৯ সালের ১০ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলার। গত বছরের ৭ মে তা ১৫ বিলিয়ন ডলার অতিক্রম করে। আর গত ১৯ ডিসেম্বর প্রথমবারের মতো বিদেশি মুদ্রার সঞ্চয় ১৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের রিজার্ভ ৩০০ বিলিয়ন ডলারের কাছাকাছি; আর পাকিস্তানের ১০ বিলিয়ন ডলারের মতো।