Shahid-Afridi01_0

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ সেপ্টেম্বর: পুনরায় পাকিসত্মান টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হলেন অলরাউন্ডার শহিদ আফ্রিদি৷ পাকিসত্মান ক্রিকেট বোর্ড(পিসিবি) মঙ্গলবার আফ্রিদিকে ২০১৬ সাল পর্যনত্ম ক্রিকেটের সংখিপ্ততম ভার্সনের অধিনায়ক হিসেবে ঘোষনা দেয়৷ ইতোপুর্বে দলের প্রধান কোচ ওয়াকার ইউনিস এবং বোর্ডের সঙ্গে দ্বন্দের কারণে আফ্রিদির অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়েছিল৷২০১০ টি-২০ বিশ্বকাপে এবং এক বছর পর ৫০ ওভারের বিশ্বকাপেও সেমিফাইনালে ওঠা পাকিসত্মান দলের নেতৃত্ব দিয়েছিলেন ৩৪ বছর বয়সী আফ্রিদি৷

কিন্তু ২০১১ সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিসত্মানের ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর কোচ ইউনিস এবং পিসিবির তত্‍কালীন চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে দূরত্ব সৃষ্টি হলে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়৷ চলতি বছর এপ্রিল মাসে বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই পাকিসত্মান দল টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ায় ব্যপক সমালোচনার মুখে মোহাম্মদ হাফিজ সরে দাঁড়ানোর পর থেকে পািকসত্মান টি-২০ দলের অধিনায়কের পদটি খালি ছিল৷

পিসিবির দেয়া এক বিবৃতিতে বলা হয়, ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি টি-২০ বিশ্বকাপ পর্যনত্ম শহিদ আফ্রিদিকে পাকিসত্মান টি-২০ দলের অধিনায়ক ঘোষণা করা হলো৷মিসবাহ উল হক টেস্ট এবং আগামী বছর বিশ্বকাপ পর্যনত্ম ওয়ানডে অধিনায়ক হিসেবে বহাল থাকবেন বলেন পিসিবির পৰ থেকে জানানো হয়৷

সম্প্রতি শ্রীলংকা সফরে দুই টেস্টের সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হওয়ার পর মিসবাহকে সরিয়ে দেয়া হবে বলে ধারনা করা হয়েছিল৷পুনরায় অধিনায়ক নির্বাচিত হওয়া আফ্রিদির প্রথম এসাইনমেন্ট হবে আগামী ৫ অক্টোবর দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচটি৷ এরপর সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ৷

প্রথমবার আফ্রিদি ১৯টি টি-২০ ম্যাচে পাকিসত্মান দলের নেতৃত্ব দেন৷ যার মধ্যে ছিল পাকিসত্মানের ৮টি জয় এবং ১১টি পরাজয়৷আফ্রিদি বলেন দ্বিতীয়বার অধিনায়ক হিসেবে তিনি দলের প্রধান কোচ ইউনিসের অধীনে নতুন করে শুরম্ন করার অপেৰায় আছেন৷ ইউনিসও গত মে মাসে পুনরায় পাকিসত্মান দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহন করেন৷

আফ্রিদি বলেন, আগে যাই ঘটুক তা এখন অতীত৷ ওয়াকারের অধীনে আমি নতুন করে শুরু করেছি৷
তিনি বলেন, ভাল ফল এনে দিতে এবং খেলোয়াড়দের লড়াই করার মানসিকতা আরো বৃদ্ধি করতে আমি আমার সর্বোচ্চ চেস্টা করবো৷এ খেলাটি দুর্বল চিত্তদের জন্য নয়, সুতরাং খেলোয়াড়দের মন থেকে ব্যর্থতার ভয়টি আমাদের সরিয়ে ফেলতে হবে৷