Imran A Sharkar

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ সেপ্টেম্বর: মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় বহাল রাখার দাবিতে শাহবাগে অবস্থান নেওয়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার অভিযোগ করে বলেন, ‘গত বছর সরকার যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে যে অবস্থানে ছিল, এখন মনে হচ্ছে সেই অবস্থানে নেই। বিভিন্ন সময়ে জামায়াত থেকে টাকা নেওয়া তার প্রমাণ।’

‘আশা করেছিলাম আন্তর্জাতিক অপরাধ যে রায় দিয়েছিলেন সে রায় অব্যাহত থাকবে। কিন্তু তা হয়নি। এটা দুঃখজনক। এটা জাতির জন্য লজ্জাজনক।’

বুধবার সকালে রায় ঘোষণার পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এসব কথা বলেন।

ইমরান এইচ সরকার যুদ্ধাপরাধের দায়ে সকল যুদ্ধাপরাধীর শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে এবারের এই রায়ের বিষয়ে বিবেচনা করে তবে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

তিনি আরো বলেন, এই রায় এ দেশের মুক্তিযোদ্ধারা তা মেনে নেবে না। মেনে নেবে না এ দেশের তরুণ প্রজন্ম। তাই দেলাওয়ার হোসাইন সাঈদীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আমরা অবস্থান নিয়েছি।

গত বছরের ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে আন্দোলন শুরু করে গণজাগরণ মঞ্চ।