17_129968

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ সেপ্টেম্বর: প্রথমে আইপিএল ক্রিকেট, এরপর কাবাডি, তারপর ফ্র্যাঞ্জাইজি ফুটবল দলের মালিকানা কিনে হইচই ফেলে দিয়েছেন বলিউড তারকারা। রুপালি পর্দার তারকাদের খেলাপ্রেম নিয়ে লিখেছেন মোজাম্মেল হসেয়াইন।
শাহরুখ খান কখনো নাচছেন, কখনো দলের কোনো খেলোয়াড়কে জড়িয়ে ধরছেন। ওপাশে প্রীতি জিনতার মুখ ভার। পরাজয়ের দুঃখ চেপে হাত নেড়ে খেলোয়াড়দের ধন্যবাদ দিচ্ছেন। এ দৃশ্য এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালের। জুনে অনুষ্ঠিত এ খেলায় শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জেতে। শিল্পা শেঠির রাজস্থান রয়্যালস বাদ পড়ে সেমিতেই। বলিউড তারকাদের খেলার দল কেনার শুরুটা হয়েছিল এই আইপিএল দিয়েই। খেলার মাঠে বলিউড’নর্থ ইস্ট ইউনাইট’-এর মালিক জন আব্রাহাম ২০০৮ সালে শুরুর আসরে দুটি দলের মালিকানা কিনে হইচই ফেলে দিয়েছিলেন শাহরুখ-প্রীতি। রণবীর, ক্যাটরিনা দল না কিনলেও ছিলেন বিভিন্ন দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আইপিএল শেষ হতেই ভারতজুড়ে শুরু হয় কাবাডি নিয়ে আলোচনা। ক্রিকেটের এত জনপ্রিয়তার দেশে কেন কাবাডি নিয়ে মাতামাতি? কারণ এখানে দলের মালিকানায় আছেন রুপালি পর্দার তারকা। রাজস্থানের দল ‘জয়পুর পিংক প্যান্থার’-এর মালিকানা কেনেন অভিষেক বচ্চন। অভিষেক-ঐশ্বরিয়া মিলে প্রায় নিয়মিতই হাজির হতে থাকেন দলের অনুশীলনে। দলকে অনুপ্রাণিত করতে হাজির হন অমিতাভ বচ্চনও। কাবাডি নিয়ে বচ্চন পরিবারের মাতামাতি অব্যাহত ছিল প্রতিযোগিতার শেষ পর্যন্ত। কারণ ৩১ আগস্ট অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন হয় তাঁদের দলই। এই প্রতিযোগিতা অভিষেককে এতই জনপ্রিয়তা দিয়েছে, সবাই নাকি তাঁকে এখন ‘কাবাডি কাবাডি’ বলে ডাকেন। ‘আমার পুরনো বন্ধু ফুটবলার অ্যাসলি কোল একদিন আমাকে ফোন করে এ নামে ডাকতে থাকে। শুনে খুবই অবাক হয়েছিলাম। আশা করি, এ প্রতিযোগিতার মাধ্যমে কাবাডির জনপ্রিয়তা আরো বাড়বে’- বলেছেন অভিষেক।

এ প্রতিযোগিতা শুরুর আগে বলিউডের আরো দুজন তারকা সোনাক্ষী সিনহা ও অক্ষয় কুমার ঘোষণা দেন বিশ্ব কাবাডি লিগে দল কেনার। ‘কাবাডি উপমহাদেশে ভীষণ জনপ্রিয় খেলা। খেলার মাঠে বলিউডকাবাডি লিগের চ্যাম্পিয়ন দল ‘নর্থ ইস্ট ইউনাইট’-এর কোচের সঙ্গে মালিক অভিষেক ও ঐশ্বর্য রাই বচ্চন এর সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে’- বলেন সোনাক্ষী। কিছু দিন পরই র‌্যাপার ইয়ো ইয়ো হানি সিংও জানান, বিশ্ব কাবাডি লিগে তিনিও দল কিনবেন। ‘কাবাডিতে প্রচুর অ্যাকশন আছে, এ জন্যই এটা এত পছন্দ করি’- জানান হানি সিং।

কাবাডির রেশ না কাটতেই ১২ অক্টোবর শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ফুটবল, যেখানে ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীসহ দলের মালিকানায় আছেন অভিষেক বচ্চন, রণবীর কাপুর, সালমান খান, জন আব্রাহামের মতো তারকারা। ‘ক্লাব চেন্নাই’-এর মালিকানায় অভিষেক বচ্চন, ‘নর্থ ইস্ট ইউনাইট’-এর জন আব্রাহাম, ‘মুম্বাই সিটি’র রণবীর কাপুর, আর ‘পুনে সিটি’র অন্যতম মালিক সালমান খান। এর মধ্যে রণবীরের দলের ব্রান্ড অ্যাম্বাসাডর হয়েছেন তরুণ অভিনেতা বরুণ ধাওয়ান। বলাই বাহুল্য, খেলার মাঠে তারকাদের সমর্থন জানাতে আসবেন আরো অনেক তারকাই। রুপালি জগতের তারকাদের খেলার মাঠে পেয়ে ভারতের ফুটবল আবার চাঙ্গা হবে- এমন আশা জন আব্রাহামের, যিনি নিজেও একসময় ফুটবল খেলতেন। ‘সবাই ভালো কোচ, খেলোয়াড়দের নিয়ে দল বানাচ্ছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল দেখবেন দর্শকরা’- বলছেন জন।