23502_38653

দৈনিকবার্তা-ঢাকা, ২৯সেপ্টেম্বর: নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর অপহরণ ও সাত খুনের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমানকে প্রায় আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা করেছে তদন্ত কমিটি৷ জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে মোখলেছুর রহমান বলেন, যা সত্য তাই বলেছি৷উচ্চ আদালতের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন৷

সোমবার বেলা আড়াইটায় সচিবালয়ে কমিটির চেয়ারম্যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার কক্ষে বেলা আড়াইটায় জিজ্ঞাসাবাদ শুরু হয়৷ বেলা সাড়ে ৪টা পর্যন্ত আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি৷জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোখলেছুর রহমান বলেন, হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি আমাকে জিজ্ঞাসাবাদ করেছে৷ যেহেতু আমি র্যাবের ডিজি৷ েেস কারণে আমাকে জিজ্ঞাসাবাদ করা বাঞ্ছণীয়৷ আমার কাছে যা জানতে চেয়েছে আমি সব কিছুই বলেছি৷ যেটা সত্য সেসব কিছুই আমি বলেছি৷

তদন্ত কমিটির সদস্য সচিব আবুল কাশেম মহিউদ্দিন রোববার জানান, সাত খুনের সঙ্গে কয়েকজন র্যাব সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় বাহিনীর প্রধান হিসাবে মোখলেছুরকে ডেকেছেন তারা৷এই কমিটি এর আগে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকেও জিজ্ঞাসাবাদ করেছিল৷

সাত খুনের ঘটনায় র্যাব ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ অন্যদের জড়িত থাকার অভিযোগ তদন্তে হাই কোর্টের নির্দেশে গত ৭ মে এই তদন্ত কমিটি করে সরকার৷নারায়ণগঞ্জে অপহরণ ও হত্যার ওই ঘটনায় প্রশাসনের কেউ বা আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা বা সংশ্লিষ্টতা ছিল কি না- গণতদন্তের মাধ্যমে তা উদঘাটন করতে বলা হয়েছে কমিটিকে৷

অপহৃত ব্যক্তিদের জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না- কমিটিকে তাও খতিয়ে দেখতে বলেছে আদালত৷নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম গত ২৭ এপ্রিল অপহৃত হন৷ পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ৷

অপহরণের ঘটনার পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়৷ নূর হোসেন র্যাবকে ছয় কোটি টাকা দিয়ে হত্যা করিয়েছেন বলে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন৷শুরুতে অভিযোগ অস্বীকার করে সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেও অপহৃতদের লাশ উদ্ধারের পর লোকচক্ষুর আড়ালে চলে যান নূর হোসেন৷ পরে দুই সহযোগীসহ তিনি পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন৷

র্যাবের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়৷ গ্রেপ্তার হওয়ার পর কয়েক দফায় জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজেদের দোষ স্বীকার করে আদালতে তারা জবানবন্দিও দেন৷সাত খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া এই তিন কর্মকর্তাসহ মোট দশজন আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ আর ঘটনার সাক্ষী হিসেবে র্যাবের নয় সদস্যসহ মোট ১২ জনের আদালতে জবানবন্দি দিয়েছেন৷

এই সাত খুনের ঘটনায় নারায়ণগঞ্জের আলোচিত সাংসদ শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াত আইভীসহ প্রায় চারশ জনকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি৷ চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগে আরো তিন-চার জনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মহিউদ্দিন জানিয়েছেন৷তবে কবে নাগাদ চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে সে বিষয়ে কিছু বলেননি তদন্ত কমিটির কর্মকর্তারা৷

গুরুত্বপূর্ণ কোন বিষয় সম্পর্কে কমিটিকে বলেছেন জানতে চাইলে র্যাবের ডিজি বলেন,যেহেতু কমিটি জিজ্ঞাসাবাদ করেছে সেহেতু সব বিষয়ই গুরুত্বপূর্ণ৷ সব বিষয়েই বলেছি৷ র্যাবের ভাবমূর্তি জড়িত তাই আপনি কী সুপারিশ দিয়েছেন জানতে চাইলে র্যাবের ডিজি বলেন, র্যাবের স্বচ্ছতা আছে, র্যাব যেটা সত্য সেটাই করে৷ র্যাব আইন, ন্যায় ও সত্যের পথে সব সময় থাকে৷ এটা আমি বলেছি৷ আমার কাছে যা জানতে চেয়েছে আমি তাই বলেছি৷

জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্ত কমিটির চেয়ারম্যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, ঘটনার পুণরাবৃত্তি যেনো না হয়, সে পরামর্শ দিয়েছি৷ তিনি আরো বলেন, র্যাবের কিছু সদস্যের নাম এসেছে৷ তারা মামলার আসামি এবং গ্রেফতার রয়েছেন৷ র্যাবের ডিজি বিভাগীয় প্রধান হিসেবে তার প্রতিষ্ঠানে এই ঘটনা কতটুকু আছে সেগুলো জানার জন্য কথা বলেছি৷ ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা না ঘটে আমরা সেই পরামর্শ দিয়েছি৷ যা সত্য তাই উনি বলেছেন৷

কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে কমিটি প্রধান বলেন, যেসব বিষয় মিডিয়াতে এসেছে, সেসব বিষয় অন্যান্য সাক্ষীর মাধ্যমে এসেছে এবং যেসব তথ্য প্রমাণ হাতে এসেছে, তা সম্পর্কিত বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে৷চূড়ান্ত প্রতিবেদন পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে, রিপোর্ট দেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই রিপোর্ট দ্রুত দেওয়া হবে৷এ বিষয়ে তদন্তও প্রায় শেষের দিকে যোগ করেন কমিটি প্রধান৷

নূর হোসেনের সাক্ষ্য প্রমাণের বিষয়ে জানতে চাইলে শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, নূর হোসেনকে ফিরিয়ে আনায় সরকারের তত্‍পরতা রয়েছে৷ আইনানুযায়ী সাক্ষ্য যদি একান্তই না পাওয়া যায়, পারিপাশ্বর্িক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার হয়৷ নূর হোসেনকে ফিরিয়ে না আনতে পারলেও তদন্ত শেষ করা হবে৷গত ২১ সেপ্টেম্বর অপরাধের জন্য র্যাব সদস্যদের দায়মুক্তি চাওয়া হবে না এমন বক্তব্য দেন র্যাবের ডিজি৷

সাত খুনের ঘটনায় ইতোমধ্যে ঢাকার ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান, নারায়ণঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্‍ আইভী এবং স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান, তত্‍কালীন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ করা হয়৷এ পর্যন্ত তদন্ত কমিটি চাকরি থেকে অব্যাহতি পাওয়া র্যাবের তিন কর্মকর্তা, নূর হোসেনের সহযোগীসহ চার শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে৷

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নম্বর ওয়াডের্র কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়৷ তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়৷লাশ উদ্ধারের পর হাইকোর্টের নির্দেশে গত ৬ মে অভিযোগ তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সরকার৷

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যাব-১১ এর কমান্ডিং অফিসার (সিও)লে.কর্নেল সাঈদ তারেক, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানাকে র্যাব থেকে সরিয়ে নিজ বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়৷ আদালতের নির্দেশে চাকরিচু্যত তিন কর্মকর্তাদের গ্রেফতারও করা হয়৷ রিমান্ডে র্যাব কর্মকর্তারা সাত খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন৷