Untitled_0011 011

দৈনিকবার্তা-ঢাকা,২অক্টোবর :বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ ও বাংলাদশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, গ্যাসের দাম দ্বিগুন পরিমাণে বাড়ানো হলে দেশব্যাপী আন্দোলনের আগুন জ্বলবে৷

সরকার শীঘ্রই গ্যাসের দাম দ্বিগুন পরিমাণে বাড়তে যাচ্ছে বলে প্রকাশিত খবরে নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে সরকারকে আগামভাবে হুঁশিয়ার করে দিয়েছেন এবং এধরনের পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন৷ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন যে, সাধারণ মানুষ আজ এমনিতেই তীব্র অর্থ সংকটে কাতর৷ খোলাবাজার নীতির কারণে বর্তমানে দেশে রেশনিং ব্যবস্থাসহ গণবন্টন ব্যবস্থা এখন অনুপস্থিত৷ ফলে নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি করে মুনাফা শিকারীরা সম্পদের পাহাড় গড়ে তুলছে৷ একদিকে কৃষকসহ ক্ষুদ্র উত্‍পাদকরা ন্যায্য দাম পাচ্ছেন না, অন্যদিকে জীবন ধারণের জন্য ভোক্তাদেরকে ক্রমবর্দ্ধর্মান দামে অপরিহার্য সামগ্রী কিনতে হচ্ছে৷ বেশির ভাগ টাকা আত্মসাত্‍ করছে মুনাফাখোর মধ্যস্বসত্মভোগীরা৷ দ্রব্যমূল্যের উধর্্বগতির সাথে তাল রেখে সাধারণ মানুষের আয়-উপার্জন বাড়ছে না৷ সাধারণ মানুষ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীন বৃদ্ধি জনিত আর্থিক চাপে আজ এমনিতেই দিশাহারা৷

নেতৃবৃন্দ আরো বলেন, গ্যাসের দাম দ্বিগুন করার চিন্তার কোন অর্থনৈতিক অথবা অন্য কোন ধরনের যৌক্তিকতা নেই৷ যে দামে দেশি কোম্পানিগুলো গ্যাস সরবরাহ করে থাকে, তা পর্যাপ্তভাবে লাভজনক৷ বিদেশি কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করার স্বার্থে মিথ্যা তথ্য ও অন্যায় যুক্তি দেখিয়ে তাদের মাধ্যমে পাাওয়া গ্যাসের দাম বাড়ানোর জন্য চাপ দিয়ে চলেছে৷ এসব বিদেশি কোম্পানির চাপে সরকার যদি গ্যামের দাম বাড়ানোর সিদ্ধানত্ম নেয়, তা হবে তাদের বেপরোয়া মুনাফা কামানোর কারসাজিতে সহযোগিতা করা৷

এই অবস্থায় গৃহস্থালী কাজে ব্যবহৃত আবাসিক সংযোগে গ্যাস চুলার ভাড়া দ্বিগুনের বেশি বাড়ানো হলে, তা সাধারণ মানুষের জন্য হবে ‘মড়ার ওপর খাড়ার ঘা’-এর মতো এক চরম আঘাত৷ দেশবাসী এরূপ আঘাত মেনে নেবে না৷ সর্বশক্তি দিয়ে দেশবাসী তা প্রতিরোধ করবে৷ সরকার যদি প্রচারিত সংবাদ অনুসারে গাসের দাম বৃদ্ধি করে, তাহলে তীব্র গণপ্রতিরোধের জন্য সরকারকে প্রস্তুত থাকতে হবে৷ গ্যাসের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধানত্ম থেকে সরকার পিছিয়ে না আসলে, দেশে বিক্ষোভের আগুন জ্বলে উঠবে- সে বিষয়ে সরকারকে আমরা দেশবাসীর পক্ষ থেকে আগাম হুঁশিয়ার করে রাখছি৷