দীর্ঘদিন পর জনসম্মুখে সিরিয়ার আসাদ

দৈনিকবার্তা-ঢাকা,৪অক্টোবর : ঈদুল আযহার নামাজ আদায় করতে দীর্ঘদিন পর জনসম্মুখে আসলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যার ক্ষমতায় থাকার কারণে দেশটিতে তিন বছরের গৃহযুদ্ধে প্রায় দুই লাখ মানুষ নিহত হয়েছেন৷শনিবার প্রেসিডেন্টের দাপ্তরিক ট্যুইটার পাতায় আসাদের নামাজে অংশ নেয়ার একটি ছবি পোস্ট করা হয়৷ রাজধানী দামেস্কের আল-নোমান বিন বাশির মসজিদে তাকে নামাজ আদায় করতে দেখা যায় ছবিতে৷

তিন বছর আগে গৃহযুদ্ধ শুরুর পর ধীরে ধীরে লোকচক্ষুর আড়ালে চলে যেতে থাকেন আসাদ৷ গত জুলাইয়ে প্রেসিডেন্ট হিসেবে নতুন করে শপথ নেয়ার সময় সর্বশেষ দেখা গিয়েছিল তাকে৷আসাদকে ক্ষমতাচু্যত করার লক্ষ্যে তিন বছর ধরে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে সিরিয়ার গণতন্ত্রপন্থি, ইসলামপন্থি ও সুনি্ন সমপ্রদায়ের লোকজন৷ সেনাবাহিনীর বড় একটি অংশও সরকারের পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের দলে যোগ দিয়েছে৷ সিরিয়ার এই গৃহযুদ্ধে প্রায় দুই লাখ প্রাণহানি ছাড়াও শরণার্থী হয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে ১০ লাখেরও বেশি মানুষ৷আসাদের অনুগত সেনাবাহিনীর নিয়ন্ত্রণ থেকে উত্তরাঞ্চলীয় রাক্কা প্রদেশের দখল নিয়ে ইতোমধ্যেই স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইসলামি চরমপন্থি দল ইসলামিক স্টেট বা আইএস৷ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মিত্রজোট আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর ঘোষণা দিলেও তাতে আসাদের সেনাদের অন্তর্ভুক্ত করেনি৷