141021063055

দৈনিকবার্তা-যশোর,২১অক্টোবর: যশোরে বাংলাদেশ-শ্রীলঙ্কা আনত্মর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তুতি প্রায় চূড়ানত্ম৷ ম্যাচ উপলক্ষে ইতোমধ্যে যশোর শামস উল হুদা স্টেডিয়ামের মাঠ প্রস্তুতিসহ আনুসাঙ্গিক কার্যক্রম শেষ পর্যায়ে৷ জোরেসোরে চলছে সাজসজ্জা ও প্রচার প্রচারণার কাজ৷ আগামী ২৪ অক্টোবর যশোরের মাটিতে জাতীয় দলের এই ফুটবল আয়োজনকে ঘিরে ইতোমধ্যে সাড়া পড়েছে যশোরবাসীর মাঝে৷ আর ফুটবল ম্যাচটি নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা৷

যশোর শামস্-উল-হুদা স্টেডিয়াম ঘুরে দেখা গেছে, দীর্ঘদিন ধরে অবহেলিত ও সংস্কারের অভাবে বেহাল মাঠটি যেন হঠাত্‍ উধাও হয়ে গেছে৷ ঘাস কেটে মাঠকে সমান করে খেলার জন্য প্রস্তুত করা হয়েছে৷ অপরিস্কার, ভাঙাচোরা গ্যালারি, চেয়ার মেরামত করে রঙচঙ করা হয়েছে৷ এখন চলছে স্টেডিয়ামের সাজ সজ্জার কাজ৷ মাঠ প্রস্তুতির দায়িত্বে থাকা কর্মকর্তা শেখ শামসুল বারি শিমুল জানিয়েছেন, আনত্মর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুতির যাবতীয় কাজ শেষ৷ এখন চলছে সাজসজ্জার কাজ৷

এদিকে, যশোরবাসী অপেক্ষায় আছে সেই মাহেন্দ্রক্ষণের৷ বাংলাদেশ ও শ্রীলংকা দলকে বরণ করে নেয়ার প্রস্তুতি নিচ্ছে তারা৷ খেলা দেখার জন্য এ অঞ্চলের ফুটবল প্রেমীদের টিকিট প্রাপ্তির সুবিধার্থে শহর ও শহরতলীর ১৩ টি স্থান নির্ধারণ করা হয়েছে৷ ইতোমধ্যে এসব স্থান থেকে টিকিট বিক্রিও শুরম্ন হয়ে গেছে৷ টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত৷ আর বাংলাদেশ-শ্রীলঙ্কা দলের মধ্যকার আনত্মর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষ্যে দুই দেশের খেলোয়াড়, কর্মকর্তা ও ফিফা প্রতিনিধিদের নিরাপত্তা ও আবাসন ব্যবস্থার বন্দোবস্ত করেছে ম্যাচ আয়োজন কমিটি ডিএফএ৷ মঙ্গলবার যশোরে আসছে বাংলাদেশ-শ্রীলঙ্কা জাতীয় দল৷

যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু জানান, ইতিমধ্যে খেলোয়াড়, দু’দলের কর্মকর্তা ও ফিফার প্রতিনিধিদের থাকার জন্য দু’টি আবাসিক হোটেল কতর্ৃপক্ষের সাথে চুক্তি হয়েছে৷ হোটেল সিটি পস্নাজা ইন্টারন্যাশনাটলে থাকবেন দুই দেশের ফুটবল খেলোয়াড় ও কর্মকর্তারা৷ আর ফিফার প্রতিনিধিদের জন্য বরাদ্দ করা হয়েছে জয়তী সোসাইটি আবাসিক হোটেল৷

নির্ধারিত হোটেল দুটো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে৷ এরইমধ্যে তারা বিভিন্ন স্থানে নজরদারি শুরম্ন করেছে৷ পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে সাদা পোশাকের একদল নিরাপত্তা কর্মী৷

এদিকে, হোটেল দু’টি বর্তমানে আরো পরিপাটির জন্য কাজ চলছে৷ পুলিশ প্রশাসনের পাশপাশি নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা বাড়াতে হোটেল কতর্ৃপক্ষ অতিরিক্ত লোক নিয়োগ করছে৷ হোটেল বয়দের দেওয়া হবে পরিচয়পত্র৷

হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনালের সহকারী ব্যবস্থাপক আব্দুল ওয়াহিদ পান্নু জানান, তাদের হোটেলে ৩৮টা কামরা বুকিং নেওয়া হয়েছে৷ হোটেলটির চতুর্থ ফ্লোরে থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা৷ আর পঞ্চম ফ্লোরে থাকবেন শ্রীলঙ্কার জাতীয় দল৷

ফুটবল ম্যাচ আয়োজনের ব্যাপারে যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু জানান,যশোরে ফুটবলের অতীত ঐতিহ্য রয়েছে৷ তাই সুন্দর ও নান্দনিক আয়োজনের মধ্যে দিয়ে যশোরকে এবং ফুটবল ঐতিহ্যকে তুলে ধরতে যশোরবাসী প্রস্তুত৷আর যশোর শামসুল হুদা স্টেডিয়ামকে আনত্মর্জাতিক ভেনু্য হিসেবে গড়ে তোলার দাবিকে জোরালো করতে এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি৷