kader20141021170024

দৈনিকবার্তা-গাজীপুর,২১অক্টোবর: নাটোরের দুর্ঘটনার কারণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারপরও স্থানীয়ভাবে প্রাপ্ত রিপোর্টে মনে হয়েছে বেপরোয়া গাড়ি চালানো ও ওভারটেকিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷

মঙ্গলবার দুপুরে নাটোর থেকে ঢাকায় ফেরার পথে গাজীপুরের মৌচাক এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি৷এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী আফতাব উদ্দিন আহম্মেদ, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল হকসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

মন্ত্রী বলেন, সড়কে কারিগরি সমাধানের কারণে দুর্ঘটনা অনেক কমে এসেছে এ কারণে একনেকে ১৪৪টি স্পট নির্ধারণ করে ১৬৫ কোটি টাকার একটি প্রজেক্ট গত সপ্তাহে অনুমোদিত হয়েছে৷নিরাপদ সড়কের জন্য যে আন্দোলন সেটি আমরা শুরু করেছি, দুর্ঘটনা ও যানজটের বিরুদ্ধে এ আন্দোলনে শরীক হতে তিনি তরুণ সমাজকে আহ্বান জানান৷দুর্ঘটনা রোধে সড়কের স্পিড ব্রেকার অর্ধেকে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের৷

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে সবচেয়ে বড় অন্দোলন হচ্ছে সড়ক দুর্ঘটনা রোধ৷ ইতোমধ্যে দুর্ঘটনার স্থান হিসেবে দেশে ১৪৪টি জায়গাকে ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে৷ দুর্ঘটনার জন্য স্পিড ব্রেকারকে দায়ী করা হচ্ছে৷ তাই যত দ্রুত সম্ভব স্পিড ব্রেকার অর্ধেকে নামিয়ে আনা হবে৷সড়ক দুর্ঘটনা রোধে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকারের পাশাপাশি সড়ক দুঘর্টনা রোধে জনসচেতনতাও বৃদ্ধি করতে হবে৷ বেপরোয়া গাড়ি চালনা ও নিয়ম না মেনে ওভার ট্রেকিং এর কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে৷নাটোরের বড়াইগ্রামেও বেপরোয়া গাড়ি চালনোর জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন মহাসড়ক পরিবহন ও সেতু মন্ত্রী৷