12882khun.thumbnail-290x195

দৈনিকবার্তা-যশোর, ২১অক্টোবর,: যশোরে ওলামালীগের এক নেতাসহ দু’জন খুন হয়েছেন৷ সোমবার রাতে তারা দুর্বৃত্তদের হামলার শিকার হন৷ শরিফুল ইসলাম চিকিত্‍সাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান অপরজন সোমবার রাতে হাসপাতালে আনার পর মারা যান৷ নিহত শরিফুল ইসলাম বাঘারপাড়া উপজেলার হাগড়া গ্রামের ইমান মোলস্নার ছেলে৷ তিনি দু’বার সংসদ নির্বাচনে প্রাথর্ী ছিলেন৷ অপরজন নিহত তরিকুল ইসলাম যশোর শহরের বকচর হুশতলা এলাকার মোতাহার আলীর ছেলে৷

বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর হোসেন স্বপন নিহতের চাচাতো ভাই তোফায়েল হোসেন জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর কে বা কারা তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়৷ এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে৷ তার চিত্‍কারে এলাকাবাসী এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করে৷ অবস্থার অবনতি হলে তাকে সোমবার রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়৷ চিকিত্‍সাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান৷৷ নিহত শরিফুল ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন৷

সামাজিক দ্বন্দ্বের কারণে দুবৃত্তদের হামলায় তিনি খুন হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান৷ অপরদিকে সোমবার রাত ১০টার দিকে যশোর শহরের মুড়লি জোড়ামন্দির এলাকায় দুর্বৃত্তরা তরিকুল ইসলাম নামে এক ইলেক্ট্রনিক মিস্ত্রিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে৷ তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি৷ এছাড়া হত্যাকান্ডের কারণ সম্পর্কেও পুলিশ কিছু জানাতে পারেনি৷ কোতয়ালি থানার সেকেন্ড অফিসার জহুরম্নল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তরিকুলকে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়৷ এতে তার শরীরে অতিরিক্ত রৰৰরণে মৃতু্য ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ পুলিশ লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷