bus-leguna

দৈনিকবার্তা–নারায়ণগঞ্জ,২৮অক্টোবর: নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী লেগুনার সঙ্গে মিনি বাসের সংঘর্ষে এক শিশু সহ তিনজন নিহত হয়েছে৷ আহত হয়েছে আরো ৪জন যাদের অবস্থা আশঙ্কাজনক৷মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় এ দুর্ঘটনা ঘটে ৷ ঘটনাস্থলে এক শিশু ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অপর দুইজনের মৃত্যু হয়৷

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়িয়াবো এলাকায় ভুলতাগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে চিটাগাং রোডগামী মিনি বাসের সংঘর্ষ হয়৷ ঘটনাস্থলেই লেগুনার যাত্রী ১০ বছরের এক শিশু নিহত হয়৷ আহত হন আরো চারজন৷ তাদেরকে গুরম্নতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাত্‍ক্ষনিকভাবে নিহত শিশুটির লাশ পরিবারের লোকজন নিয়ে যাওয়ায় তার নাম পরিচয় জানা যায়নি৷এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুরে আহতদের মধ্যে মোবারক হোসেন (৬০) ও আলী হোসেন নামে আরো দুইজন মারা যান৷ তাদের মধ্যে মোবারক হোসেন ওই লেগুনার চালক ছিলেন৷ তার বাড়ি রূপগঞ্জের বরপা এলাকায়৷ নিহত আলী হোসেন রূপগঞ্জ উপজেলার মৃত ওমর আলীর ছেলে বলে জানা যায়৷