JMB

দৈনিকবার্তা-ঢাকা,৩১অক্টোবর: নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সমন্বয়ক আবদুন নূরসহ পাঁচ জঙ্গিকে আটক করেছে র্যাব৷ র্যাব বলেছে,আটক জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে৷র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পাঁচজনের মধ্যে তিনজন এহসার এবং বাকি দুজন গায়েরি এহসার সদস্য৷

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সমন্বয়ক আব্দুন নূরসহ পাঁচ জনকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব৷র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ হাসান জানান, শুক্রবার ভোর রাত ৩টার দিকে সিরাজগঞ্জের একটি রেল স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷

তাদের কাছে ‘উল্লেখযোগ্য পরিমাণ হাতে তৈরি বিস্ফোরক এবং বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে বলেও মুফতি মাহমুদ জানান৷ গ্রেপ্তার পাঁচজনের মধ্যে আবদুন নূরসহ তিনজন এই জঙ্গি সংগঠনের এহসার সদস্য৷ বাকি দুজন গায়েরে এহসার সদস্য বলে র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে৷মুফতি মাহমুদ বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে৷