Hartal_628

দৈনিকবার্তা-ঢাকা,৩ নভেম্বর: আজ ০৩/১১/২০১৪ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক জামায়াতে ইসলামী বাংলাদেশ এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির এর ১৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে৷ হরতাল উপলৰে নাশকতা সৃষ্টির পরিকল্পনা, অগি্নসংযোগ, ককটেল বিস্ফোরণ ইত্যাদি অভিযোগে তাদেরকে আটক করা হয়৷ নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে উত্তরা পূর্ব থানা কর্তৃক মোঃ আঃ গাফ্ফার, মোঃ আব্দুর রহমান, মোঃ হারম্নন নুর রশিদ, মোঃ রসুল আমিন, মোজাহিদ সরকার, মোঃ ইউসুফ, হাসান মাহমুদ ও মোঃ নাজমুল হুদাদেরকে আটক করা হয়েছে৷ এ সময় তাদের হেফাজত হতে বিপুল পরিমাণ গুরম্নত্বপূর্ণ কাগজপত্র ও ল্যাপটপ জব্দ করা হয়েছে৷

হাতির ঝিলে রাসত্মায় টায়ার জ্বালিয়ে অগি্নসংযোগ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ০৩ জনকে আটক করেছে রমনা থানা পুলিশ৷ আটককৃতরা হলো এস এম মামুনুর রশিদ, জুনায়েদ ওরফে জুবায়ের ও আনিসুর রহমান৷ ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ২ মাসের কারাদন্ডে দন্ডিত করেছেন৷ সূত্রাপুর থানা পুলিশ কর্তৃক নাজমুল হুদা ও জাহাঙ্গীর আলমকে এবং গেন্ডারিয়া থানা পুলিশ কর্তৃক শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে৷ যাত্রাবাড়ি থানা পুলিশ কর্তৃক নাশকতা সৃষ্টির পরিকল্পনায় ০৪ জনকে আটক করা হয়েছে৷ আটককৃতরা হলো রোকনুজ্জামান ওরফে রনি, হাবিবুলস্নাহ ওরফে নোমান, খালেদ সাইফুলস্নাহ ওরফে নাহিদ ও মাহবুব আলম৷ তারা সকলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিস বিভাগের ছাত্র বলে জানা গেছে৷ মিরপুর থানা পুলিশ কতর্ৃক মনিপুর উচ্চ বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণকালে মনির হোসেনকে ককটেলসহ আটক করেছে৷ ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের সাজা প্রদান করেন৷