ইসলামিক স্টেট (আইএস)

দৈনিকবার্তা-ঢাকা,৩ নভেম্বর: ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে এক গোষ্ঠীর ৩২২ জন সুনি্নকে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা৷ রোববার ইরাকি সরকারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি৷ইরাকের মানবাধিকার মন্ত্রণালয় জানিয়েছে, একটি পানির কুয়ায় গণহত্যার শিকার আল-বু নিমর নৃগোষ্ঠীর ৫০ জনের লাশ পাওয়া গেছে৷গোষ্ঠীটির আরো ৬৫ জনকে অপহরণ করা হয়েছে৷

বোববার সকালে প্রাদেশিক রাজধানী রামাদির উত্তরের রাস আল মা গ্রামে নিমর গোষ্ঠীর সদস্যদের ওপর হামলা চালায় আইএস জঙ্গিরা৷ হামলার শুরুতেই গুলি করে গোষ্ঠীটির অন্ততপক্ষে ৫০ জনকে হত্যা করে তারা৷মন্ত্রণালয় আরো জানিয়েছে, অপহৃত ৬৫ জনকে যুদ্ধবন্দি হিসেবে আটক রেখেছে আইএস৷ সুনি্ন জিহাদি এই জঙ্গিগোষ্ঠীটি নিমর গোষ্ঠীর গবাদিপশুও লুট করেছে৷ নিমর গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতা শেখ নাঈম আল গাউদ বিবিসিকে বলেছেন, সরকার আমাদের ছেড়ে গিয়ে আইএস-এর মুখে তুলে দিয়েছে৷সরকারের কাছে অনেকবার অস্ত্র চেয়েছি৷ কিন্তু তারা আমাদের শুধু প্রতিশ্রুতিই দিয়েছে, বলেন তিনি৷ বিবিসি’র বাগদাদ প্রতিনিধি জানিয়েছেন, এই গোষ্ঠীটি প্রায় প্রতিদিনই আইএস’র হত্যাযজ্ঞের শিকার হচ্ছে৷ আনবার প্রদেশের আল-বু নিমর গোষ্ঠী সুনি্ন হলেও আইএস’র বিরুদ্ধে লড়াইয়ের প্রথম থেকেই ইরাকি সরকারি বাহিনীর সঙ্গে যোগ দিয়েছিল৷ আনবার প্রদেশের অধিকাংশ এলাকাই এখন আইএস-এর নিয়ন্ত্রণে রয়েছে৷

নিমর গোষ্ঠীর নেতারা জানিয়েছেন, রোববার হত্যাযজ্ঞের শিকারদের মধ্যে ১০ নারী ও শিশু রয়েছেন৷ আইএস’কে প্রতিরোধ করার চেষ্টার শাস্তি হিসেবে তাদের লাইন ধরে দাঁড় করিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়৷গত সপ্তাহে একটি গণকবর থেকে নিমর গোষ্ঠীর বহু মানুষের লাশ উদ্ধার করা হয়৷ শনিবার আরো ৫০ জনকে হত্যা করা হয়েছিল৷গত মাসে রাস আল মা’র নিকটবর্তী শহর হিট আইএস জঙ্গিরা দখল করে নিলে এসব লোকজন সেখান থেকে পালিয়ে এসেছিল৷