333_42526

দৈনিকবার্তা-ঢাকা, ৫নভেম্বর: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে মৃতু্যদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ নেই৷ রাষ্ট্রপতির কাছে তিনি ক্ষমা প্রার্থনা না করলে তার রায় যেকোনো সময় কার্যকর করা যাবে৷ তবে ফাঁসির রায় কার্যকরের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে৷বুধবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন৷

মাহবুবে আলম বলেন, শুধুসময় ক্ষেপণের জন্যই কামারুজ্জমানের রায় রিভিউর কথা বলছে আসামিপক্ষ৷ রায় কার্যকর করতে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের কোনো দরকার নেই৷মাহবুবে আলম বলেন, পৃথিবীর অন্যান্য দেশে যুদ্ধাপরাধীদের একটি আদালতেই বিচার হয়, এখানেও ট্রাইবুৗনালে বিচার হচ্ছে, তারপর আপিল করারও সুযোগ পাচ্ছে আপিল বিভাগে৷ রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার সুযোগও তারা পাবে৷ কিন্তু তারপরও তারা যে রিভিউয়ের কথা বলছে তা কেবলই সময়ক্ষেপণের জন্য৷

জেল কোডের বিধান অনুযায়ী রায়ের কপি কারা কর্তৃপক্ষের কাছে যাওয়ার পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য আসামি ৭ দিন সময় পান, কামারুজ্জামান সে সুযোগ পাবেন কি-না? এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, তা কামারুজ্জামান পাবেন না৷আসামি যদি প্রাণভিক্ষার আবেদন করতে চান সে ক্ষেত্রে পূর্ণাঙ্গ রায়ের কপির প্রয়োজন আছে কি-না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে সুযোগও নেই৷ সরকার যখন চাইবে তখনই তার ফাঁসি কার্যকর হবে৷

এর আগে বুধবার সকালে কামারুজ্জামানের পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাত্‍ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান৷ পরিবারের নয় সদস্য প্রায় ৫০ মিনিট একান্তে কথা বলেন কামারুজ্জামানের সঙ্গে৷ সাক্ষাত্‍ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কামারুজ্জামানের বড় ছেলে ইকবাল হাসান ওয়ামি৷ তিনি জানান, তার বাবা সবাইকে ধৈর্য ধারণের কথা বলেছেন৷এ সময় হাসান ইকবাল বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে ৩০ দিনের মধ্যে রিভিউ করা হবে৷ সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি৷

কামারুজ্জামানকে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে৷ এই অবস্থায় তার পরিবার আশঙ্কা করছে যে কোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন,’সরকার এবং কারা কর্তৃপক্ষের ওপর ফাঁসি কার্যকরের বি্ষয়টি নির্ভর করছে৷এদিকে, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জাম