Chitagaong Univercity

দৈনিকবার্তা-চট্টগ্রাম,৫নভেম্বর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এবার আইন অনুষদের সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় পাসের হার ২ শতাংশেরও কম৷ মঙ্গলবার সকালে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়৷এতে অংশ নেন ১১ হাজার ২০৬ জন শিক্ষার্থী৷ এরমধ্যে পাস করেছেন মাত্র ১৮৩ জন৷ শতকরা হিসাবে এই বিভাগে পাসের হার ১ দশমিক ৬৭ শতাংশ, সে হিসাবে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৯৮ দশমিক ৩৩ শতাংশ৷বুধবার চবি ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়৷

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোসাইন জানান, আইন অনুষদে নয়টি সংরক্ষিত আসনসহ মোট আসন রয়েছে ১২৯টি৷ তবে এবার এই বিভাগে পাস করা শিক্ষার্থীর সংখ্য মাত্র ১৮৩ জন৷উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্দিষ্ট সময়ে ডাকা হবে বলেও জানান তিনি৷

এরআগে রোববার এই বিশ্ববিদ্যালয়ের বি.এ সম্মান ভর্তি পরীক্ষার ‘বি-১’ ইউনিটের ফল প্রকাশিত হয়৷ ওই ফলে দেখা যায় ৮১ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন৷চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও ব্যাপক আকারে ফল বিপর্যয় দেখা দেয়৷ এরপর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকেই ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত করেন৷

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় আট লাখ ৮৫ হাজার ৭০ জন শিক্ষার্থী পাস করেন৷ যাদের মধ্যে জিপিএ-৫ পান ৭০ হাজার ৬০২ জন৷ ওই পরীক্ষায় পাসের হার ছিল ৭৮ দশমিক ৩৩ শতাংশ