Rizvi

দৈনিকবার্তা-ঢাকা, ১৮নভেম্বর: বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকার তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে একনায়তান্ত্রিক শাসনের ল্যাবরেটরি খুলেছে৷ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন৷রিজভী বলেন, এই ল্যাবরেটরি থেকে সীমাহীন অরাজকতা, বিরোধী দল দমন, মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের নতুন নতুন পন্থা বেরিয়ে আসছে৷

তিনি অভিযোগ করেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে সরাতে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সমন জারি করা হয়েছে৷ এটি সরকারের দূরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের অংশ৷রিজভী বলেন, এইচ টি ইমাম পেন্ডোরার বাঙ্ খুলে দিয়েছেন৷ তার বক্তব্যে দেশের মানুষ আরো নিশ্চিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ও জাতীয় নির্বাচন নিয়ে সরকারের হীন কারসাজি সম্পর্কে হাতেনাতে প্রমাণ পেল৷

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম পেন্ডোরার বাঙ্ খুলে দিয়েছেন৷ তার বক্তব্যে দেশের মানুষ আরো নিশ্চিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ও জাতীয় নির্বাচন নিয়ে সরকারের হীন কারসাজি সম্পর্কে হাতেনাতে প্রমাণ পেল৷বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও সমন জারিকে সরকারের একটি দূরভিসন্ধিমূলক গভীর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন তিনি৷

এইচ টি ইমামের বক্তব্যের প্রসঙ্গ টেনে রুহুল কবীর রিজভী বলেন- বিএনপিসহ ২০ দলীয় জোট আগে থেকেই সরকারি ষড়যন্ত্রের আশঙ্কা ও নীলনকশা টের পেয়ে সে বিষয়ে জনগণকে বারবার অবহিত করেছে৷ জনগণও সে কথা বিশ্বাস করেছে৷ এ কারণে বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে৷ এখন এইচ টি ইমাম যতই অন্তঃসারশূন্য বক্তব্য দেন না কেন, কোনো কাজ হবে না৷ জনগণ যা জানার তা জেনে ফেলেছে৷ মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না৷ জনগণ তার বক্তব্য বিশ্বাস করবে না৷

তিনি আরো বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সমন জারি করে বিভ্রান্ত সৃষ্টি করা হলেও সরকারের কুকীর্তি সম্পর্কে জনগণ যা বুঝার বুঝে গেছে৷রিজভী অভিযোগ করে বলেন, আওয়ামী শাসন জোট নিজেদের অবৈধ ক্ষমতাকে আগলে রাখতে আন্দোলনরত বিরোধী দলগুলোর বিরুদ্ধে নির্মূল অভিযান নিশ্চিত করতে দানবীয় চক্রান্ত এঁটে চলেছে৷

আওয়ামীলীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে একদলীয় একনায়তান্ত্রিক শাসনের ল্যাবরেটরি খুলেছে বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷ তিনি বলেন, এই ল্যাবরেটরি থেকে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন দমন করা, পাইকারি মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারের নতুন নতুন নির্যাতনের বর্বর পন্থা বেরিয়ে আসছে৷

সরকারের কুকর্ম থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দিতেই বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সমন জারি হয়েছে বলেও রিজভী অভিযোগ করেন৷ তারেক রহমানের বিরুদ্ধের মিথ্যা মামলা দিয়ে সমন জারির ঘটনা সরকারের দূরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের অংশ৷… আমরা এহেন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি৷

তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা ও সমন অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি৷লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির’ অভিযোগে এক আওয়ামী লীগ নেতা সোমবার ঢাকার হাকিম আদালতে মানহানির ওই মামলা করেন৷ বিচারক মামলা আমলে নিয়ে তারেককে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন৷ ওই মামলার প্রতিবাদে মঙ্গলবার ঢাকার থানায় থানায় এবং সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপির সহযোগী সংগঠন যুবদল৷ এছাড়া স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলও আলাদা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে৷

স্বেচ্ছাসেবক দল ১৯ নভেম্বর জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে৷ আর ছা্ত্রদল ১৮ নভেম্বর জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং ১৯ নভেম্বর পৌর থানা ও কলেজে বিভোক্ষ করবে৷ রিজভী বলেন, এই অবৈধ দখলদার সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সবগুলোই হাতের মুঠোয় ধরে রেখেছে৷ তাদের ক্ষমতায় টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে- মামলা দায়ের, সমন জারি, হুকুম আর হুঙ্কার সর্বস্ব রাজনীতি৷ দেশের আর্থিক ও সামাজিক অগ্রগতি নিয়ে তারা কখনোই চিন্তা করে না৷”

সমপ্রতি ছাত্রলীগের এক অনুষ্ঠানে ৫ জানুয়ারির নির্বাচনের সময় পুলিশ প্রশাসনে সরকার সমর্থকদের ভূমিকা ও সরকারি চাকরির ক্ষেত্রে ছাত্রলীগের প্রার্থীদের দেখার বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের আশ্বাসের মধ্য দিয়ে প্যান্ডোরার বাঙ্ খুলে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব৷ তিনি বলেন, দেশের জনগণ আরো নিশ্চিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ও জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সরকারের হীন কারসাজি সমর্্পকে হাতেনাতে প্রমাণ পেয়ে গেল৷

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, প্রশিক্ষণ সম্পাদক আসাদুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ-তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফু প্রমুখ৷