Ziauddin Bablu

দৈনিকবার্তা-ঢাকা, ২৬নভেম্বর: জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বিএনপি মনেপ্রাণে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নয়৷ যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেনা- তারা প্রকৃত জাতীয়তাবাদী হতে পারেনা৷ তিনি বলেন, লতিফ সিদ্দিকী ইসলামকে অবমাননা করেছেন- অথচ তার বিরম্নদ্ধে বিএনপি কোনো বক্তব্য রাখেনি৷ আমরা তার গ্রেফতার এবং শাসত্মির দাবী জানিয়েছি৷ সরকার আমাদের দাবী মানতে বাধ্য হয়েছে৷

জনাব বাবলু আজ বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টি মহানগর উত্তরের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন৷ সভায় আগামী ১লা জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলৰে- সোহরাওয়ার্দী উদ্দ্যানে আহুত পার্টির মহাসমাবেশ সফল করার বিষয় নিয়ে আলোচনা হয়৷

মহানগর উত্তরের সভাপতি জনাব এস.এম. ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, যুগ্ম মহাসচিব-বাহাউদ্দিন বাবুল, দেওয়ান আলী, নুরম্নল ইসলাম নুরম্ন৷ কেন্দ্রীয় ও মহানগর নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- সুলতান আহমেদ সেলিম, মোঃ আনিসুর রহমান খোকন, ইব্রাহিম খান, জাকির হোসেন জিকু, লোকমান হোসেন বেঙ্গল, হাজী সিরাজ, আব্দুস সাত্তার, ইসমাইল হোসেন, আশিকুল আমিন, আবুল বাশার বাশু, আলাউদ্দিন আলাল, মাহমুদুল হাসান আলাল, মামুনুর রহমান মামুন, সরদার নজরম্নল ইসলাম, নাঈমুল ইসলাম নয়, মুখলেছুর রহমান মজনু, হারম্নন অর রশীদ, গাজী আসলাম প্রমুখ নেতৃবৃন্দ৷