HUGHES

দৈনিকবার্তা-ঢাকা, ২৯নভেম্বর: শোকাহত অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, ওয়ানডে ক্রিকেটে ফিলিপ হিউজের ব্যবহৃত ৬৪ নাম্বার জার্সি আর ব্যবহার করা হবেনা। ক্লার্ক বলেন, এক দিনের আন্তর্জাতিক ম্যাচে হিউজের ব্যবহৃত জার্সি নাম্বার আর ব্যবহার না করা নিয়ে আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করেছি। তারা এ ব্যাপারে একমত। এটাই অনেক কিছু।

আগামী বুধবার হিউজের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া ও সফরকারী ভারতের মধ্যকার প্রথম টেস্ট ইতোমধ্যেই বাতিল করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে ক্রন্দনরত ক্লার্ক বলেন, তাকে স্মরণীয় করে রাখতে সব কিছু করাটাই হিউজের পরিবারের প্রতি আমাদের অঙ্গীকার। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ডের একটা ম্যাচ খেলার সময়ে বাউন্সারের আঘাতে মৃত্যু হয় ফিলিপ হিউজের।