জামিন মঞ্জুর করেছেন আদালত

দৈনিকবার্তা-গাজীপুর, ১০ ডিসেম্বর: গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি)’র মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান ও জিসিসি’র পাঁচ কাউন্সিলরসহ জেলা বিএনপির ৩৫ নেতা-কমর্ীর জামিন মঞ্জুর করেছেন আদালত৷ বুধবার গাজীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তারা জামিন পান৷ বুধবার তারা আদালতে উপস্থিত হয়ে জামিন চান৷ শুনানী শেষে গাজীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম মামলার তদনত্মকারী কর্মকর্তার চার্জশিট দাখিল পর্যনত্ম তাদের জামিন মঞ্জুর করেন৷ গাজীপুর বারের সাবেক সভাপতি বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান জানান, গত ১৩ নবেম্বর আসামীরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন লাভ করেন৷ উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার তারা গাজীপুর আদালতে হাজির হয়ে জামিন চান৷ উলেস্নখ্য, গত ৯ নবেম্বর গাজীপুর মহানগর বিএনপি বিৰোভ মিছিলে শুরম্নর প্রাক্কালে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়৷ এ ঘটনায় পুলিশের কাজে বাঁধা এবং বেআইনী জনতাবদ্ধ হয়ে হাঙ্গামা সৃষ্টি ও মারধর করে পুলিশকে আহত করার অভিযোগে জয়দেবপুর থানার এসআই মাহমুদ হাসান বাদী সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানসহ ৪০ জনের নামে এবং অজ্ঞাত আরো ৩০০-৪০০ জনকে আসামী করা হয়৷