image_109733

দৈনিকবার্তা-ঢাকা, ১০ ডিসেম্বর: বিশিষ্ট আইনজীবীশাহদীনমালিকমানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় দুটি কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক৷

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে এ দাবি জানান এই আইনজীবী৷ মানবাধিকার হরণ: এ কী পরিস্থিতিতে দেশ শিরোনামের ওই আলোচনা সভার আয়োজন করে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি৷ সভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জৈষ্ঠ আইনজীবী ড.শাহদীন মালিকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মুকসুদ, সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার, ভাষাগত সংখ্যালঘু সমপ্রদায়ের পক্ষে শহীদ আলী বাবুল, বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষে হিরণ মিত্র চাকমা প্রমুখ৷

ভুক্তভোগীদের বিবরণে দুর্বিষহ অভিজ্ঞতা বেলা পৌনে ১১টার দিকে আলোচনা সভা শুরু হয়৷ মানবাধিকার লঙ্ঘনের শিকার ভুক্তভোগী পরিবারের প্রায় ২০ জন সদস্য আলোচনার প্রথম পর্বে তাঁদের দুর্বিষহ অভিজ্ঞতা তুলে ধরেন৷

দ্বিতীয় পর্বে বক্তব্য দেন বিশিষ্ট ব্যক্তিরা৷ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় দুটি কমিশন গঠনের দাবি জানিয়ে শাহদীন মালিক বলেন, গুম-খুন-অপহরণের ঘটনায় একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন হবে৷ বিচার বিভাগীয় অপর কমিশনটি হবে আদিবাসী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য৷আগামী ২১ ফেব্রুয়ারির আগে এই কমিশন দুটি গঠন করে মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ তদন্তের দাবি জানান শাহদীন মালিক৷র্যাবের ক্রসফায়ার প্রসঙ্গে বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, এসবের পেছনে রয়েছে দেশের সংঘাতময় রাজনীতি৷ সংঘাতের রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি৷

আলোচনা সভায় লেখক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সরকারের বাণী কোনো অর্থ বহন করে না৷ দেশে রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়ে দেওয়ার যে সংস্কৃতি চালু রয়েছে, তা বর্বরতম ও ঘৃণ্যতম বলেও উল্লেখ করেন তিনি৷ প্রতিটি বিচার বহির্ভূত হত্যার জন্য দু’টি তদন্ত কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সৈয়দ আবুল মকসুদ৷ যার একটি হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এবং অপরটি হবে মানবাধিকার কমিশন কর্তৃক৷ তদন্তের পর যাচাই করে বিচার করা হবে৷ আর যদি বিচার না হয় তবে বোঝা যাবে মানবাধিকার দিবস পালন করা অর্থহীন৷

বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের দুর্বিষহ অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন৷ তাদের প্রিয়জনদের কাউকে গুম করা হয়েছে, কাউকে নিশংসভাবে চোখের সামনে হত্যা করা হয়েছে, আবার কাউকে মেরে চিরদিনের জন্য পঙ্গু করে দেয়া হয়েছে৷ অভিযোগের তীর যারা মানবাধিকার রক্ষার দায়িত্বে সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে৷ হৃদয়স্পর্শী বর্ণনা দেয়ার সময় তারা নিজেরা যেমন কান্নায় ভেঙে পড়েছেন, তেমনি কেঁদেছেন উপস্থিত সবাই৷

সবুজবাগ থানা ছাত্রদলের নেতা মাহবুব হাসানের স্ত্রী তানজিনা আক্তারের অভিযোগ,এক বছর আগে তার স্বামীকে ধরে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা শাখার পরিচয় দেয়া লোকজন৷তিনি বলেন, দুই সন্তান নিয়ে আমাদের দিনগুলো কীভাবে কাটছে, আল্লাহ ছাড়া কেউ জানে না৷

রাজধানীর মিরপুর বিহারি ক্যাম্পের বাসিন্দা শহীদ আলী বাহাদুর অভিযোগ করে বলেন, ক্যাম্প দখল করার জন্য নয়জনকে হত্যা করা হয়েছে৷ কয়েক দিন আগে একজনকে পিটিয়ে মেরেছে পুলিশ৷ এর এক মাস আগে চাঁদা দাবি করে না পেয়ে জাবেদ নামের একজনকে হত্যা করা হয়েছে৷ প্রতিনিয়ত আমাদের ক্যাম্প দখলের চেষ্টা হচ্ছে৷যশোরের মালোপাড়ার বিশ্বজিত্‍ বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী আমাদের তিনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ একটাও পূরণ হয়নি৷ পুলিশ আসামি ধরে৷ ১০-১২ দিন পরে আসামির জামিন হয়ে যায়৷নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. রফিক বলেন, ২০০০ সালের ২৩ অক্টোবর সেনাবাহিনী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের সময় তার ছেলে জামাল নিহত হন৷ তিন সব সময় গোয়েন্দা নজরদারিতে থাকেন৷

নারায়ণগঞ্জের সাত খুনের পলাতক আসামিদের দ্রুত বিচারের দাবি জানিয়ে সাত খুনের ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে নজরুল ইসলামের ভাই আবদুস সালাম বলেছেন, সরকার আমাদের নিরাপত্তার জন্য প্রশাসন নিয়োগ দিয়েছে৷ কিন্তু তারাই আমার ভাইকে হত্যা করছে৷ তা র্যা বের সবাই স্বীকারও করেছে৷ তাহলে বিচার করতে দেরি করছে কেন?

সালাম বলেন, এই মামলার এজহারভুক্ত আসামি এখনো নুর হোসেন বিদেশে আছে৷ শুনেছিলাম তাকে দেশে আনা হবে৷ আজ আট মাস হলো তাকে দেশে আনা হয়নি৷ দ্রুত তাকে দেশে এনে ও এ ঘটনার সঙ্গে জড়িত সবার শাস্তির দাবি করছি৷ সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, যারা মানবাধিকার কর্মী তারা আজকে এই সরকারের বাহিনী হিসাবে কাজ করছে৷ সরকার বলছে দেশের মানুষ শান্তিতে আছে যেখানে এক বছরে গুম খুন হয়েছে ৮২ জন৷ যদি মানুষ শান্তিতেই থাকত তাহলে মানবধিকার লঙ্ঘনের কথা আসত না৷

মান্না বলেন, সারা দেশ ক্ষমতাসীনরা ঘিরে রেখেছে শুধু কথা বলার জন্য রেখেছে প্রেস ক্লাব ও তার সামনের অংশটা৷ জনগণ সোহরাওয়ার্দী উদ্যান, শহীদ মিনারের তাদের মনে কথা বলতে চাই, কিন্তু তারা (সরকার) দেবে না৷ এইবাবে বর্তমান প্রধানমন্ত্রী দেশের ১৬ কোটি মানুষের অধিকার কেড়ে নিয়েছে৷ মান্না অভিযোগ করে বলেন, শেখ হাসিনা বলছেন তিনি দেশের ১৬ কোটি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন৷ আর আমি বলবো, তিনি ১৬ কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন৷ একটি দৈনিক পত্রিকার বুধবারের প্রতিবেদনের তথ্য উল্লেখ করে তিনি বলেন, গত নয় মাসে ৮২ জন মানুষ খুন-গুমের শিকার হয়েছেন৷ আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ সবচেয়ে বেশি মানবাধিকার হরণ করছে৷ শুধুমাত্র একদিন নয়, ৩৬৫ দিন মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে৷

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির আয়োজিত এক মানববন্ধনে মান্না বলেন, দেশের মানবাধিকার কতটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তা সহযেই অনুমেয়৷ গত নয় মাসে দেশে ৮২ টি অপহরণ, গুমের ঘটনা ঘটেছে৷ যা অতীতের যেকোনো সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে৷ গুমের শিকার পরিবারগুলো সরকারের কাছে তাদের স্বজনদের খুঁজে পাওয়ার জন্য আবেদন জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি৷খুন, গুমসহ বিচার বহির্ভূত হত্যার নিন্দা জানিয়ে দেশে সব ধরনের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা৷

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দেশের এবং আন্তর্জাতিক আইন মতে বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার৷ তা সত্ত্বেও দেশে খুন-গুম হচ্ছে৷ আমরা সবাই অনিরাপদ৷নারায়ণগঞ্জ বার সভাপতি সাখাওয়াত হোসেন আলোচিত সাত খুনের রোমহর্ষক বর্ণনা দিয়ে বলেন, আটকের ছয় মাস পার হলেও নূর হোসেনকে ভারত থেকে আনা হচ্ছে না৷ এতে মনে হচ্ছে সরকার চাচ্ছে নূর হোসেন দেশে ফিরে না আসুক৷