ছিনতাইকারীকে গ্রেফতার

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ ডিসেম্বর: ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ খিলগাঁওয়ে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে৷ গত ১৩/১২/২০১৪ তারিখ রাত ২২:০৫ টায় রাজধানীর ওয়ারীর হাটখোলা রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃতরা হলো ১৷ মোশতাক ২৷ সোহেল ওরফে বানুটি সোহেল ৩৷ রাসেল ও ৪৷ আরজু৷ এ সময় তাদের হেফাজত হতে ০২টি বিদেশী পিসত্মল, ০৪টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, নগদ ৪৫,০০০/-টাকা ও ০২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়৷ গত ০৭/১২/২০১৪ তারিখে গোরান বাজার এলাকায় গুলি করে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে৷ এর পর থেকে গোয়েন্দা পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতারের লৰ্যে তত্‍পরতা শুরম্ন করে৷ এরই ধারাবাহিকতায় ০৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা প্রত্যেকেই খিলগাঁওয়ের গোড়ান বাজার সংঘটিত ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত৷ ছিনতাই কাজে তারা মোটর সাইকেল, প্রাইভেট কার ও অস্ত্র ব্যবহার করার কথা স্বীকার করে৷ এ বিষয়ে খিলগাঁও থানায় গত ০৭/১২/২০১৪ তারিখে রম্নজুকৃত মামলায় গ্রেফতারসহ ওয়ারী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে৷ উপ-পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, পিপিএম এর নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার এর সার্বিক তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম এ অভিযান পরিচালিত হয়৷