ইমিগ্রেশন পুলিশের

দৈনিকবার্তা- ফেনী, ২০ ডিসেম্বর: ফেনীর বিলোনীয়া স্থল বন্দরের আমদানী ও রপ্তানীকারক সমিতি বন্দর ইমিগ্রেশন পুলিশের এস আই আনোয়ার হোসেন চাঁদাবাজীর প্রতিবাদে ধর্মঘট পালন শুরম্ন করেছে৷ গতকাল শক্রবার সকালথেকে বন্দরের সকল কার্যক্রম বন্ধ রেখে ২৪ ঘন্টার অল্টিমেটামে লিখিত অভিযোগ করে শনিবার সকাল থেকে অনিদিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দিয়েছে৷ সমিতির কর্মকর্তা ও ইমিগ্রেশন যাত্রীদের অভিযোগ পুলিশের এস আই আনোয়ার হোসেন বিলোনীয়া স্থল বন্দরে ইমিগ্রেশনের দায়িত্বভার গ্রহনের পর থেকে নিয়মিত আমদানী রপ্তানির উপর চাঁদা ধার্য্য করে চাঁদা আদায় করলে তা ভারত-বাংলাদেশের সীমানত্ম শানত্মির কথা বিবেচনা করে তা মেনে নেয়৷ সর্বশেষ গত এক মাস থেকে গাড়ী প্রতি বিভিন্ন মালামালের উপর ৫ হাজার টাকা করে চাঁদা ধার্য্য করে৷ এনিয়ে বিভিন্ন সময় প্রতিবাদ করে হয়রানীর শিকার হতে হয়৷ তাদের অভিযোগ সরকারের সকল নিয়মনীতি মেনে তারা ভারত বাংলাদেশে নিয়মিত বিভিন্ন পন্য সামগ্রী আমদানী ও রপ্তানী করা হয়ে থাকে৷ এতে করে রাষ্ট্রের বিপুল পরিমান রাজস্ব আয় ও বৈদেশিক মুদ্রা অর্জিত হয়৷ উক্ত আমরা আমদানী রপ্তানিকারকগন আনোয়ারের ধার্য্যকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে বিভিন্ন অজুহাতে হয়রানী ও হামলা মামলার হুমকি দেয়৷ আনোয়ার নিজেকে এ অঞ্চলের মালিক বলে দাবী করেন৷ ১৮ ডিসেম্বর বিকালে সরকারী নিয়মনীতির মেনে বিজিবি ও কাষ্টমস্ পরিদর্শনের পর বাংলাদেশ থেকে পাথর বোঝাই গাড়ী রপ্তানির সময় এস আই আনোয়ার ও কনষ্টেবল মোঃ ইদ্রিছ পাথর বোঝাই গাড়ীটি ধার্য্যকৃত টাকার জন্য আটক করে রাখে৷ এনিয়ে প্রতিবাদ করলে এস আই আনোয়ার গাড়ী থেকে পাথর গুলো ডাম্পিং করতে না দিয়ে গাড়িটি আটকে রাখে৷ ফেনীর আমদানী রপ্তানীকারক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন মজুমদার, এস আই আনোয়ারের নিকট এর কারণ জানতে চাইলে আনোয়ার ৰিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দারালো দা নিয়ে তাকে ধাওয়া করে৷ শ্রমিদের সহযোগিতায় রৰা পায়৷ পরে সমিতির সদস্যরার ভারত বাংলাদেশ সীমানত্মের শানত্মি রৰায় আমরা আমদানী রপ্তানীকারকেরা ধৈর্য্য ধারন করে বিষয়টি পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেমকে অবহিত করেন৷ একই সাথে রাষ্ট্রের ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে অবগত করান৷ এবিষয়ে রাতে আমদানী রপ্তানীকারক সমিতির কয়েকজন কর্মকর্তা বৃহস্পতিবার রাতে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সাৰাত করে এস আই আনোয়ারের উপস্থিতিতে অনৈতিক ও পুলিশের এরূপ বিরূপ আচনের বিষয়টি অবহিত করে, রাতেই পুলিশ সদর দপ্তর সহ দেশের শির্ষ পুশি ও কাষ্টমর্স কর্মকর্তাকে লিখিত ভাবে অভিযোগ করে ২৪ ঘন্টার মধ্যে আনোয়ারসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের বিচারের দাবীতে শনিবার সকাল থেকে বিলেনিয়া স্থল বন্দর দিয়ে অনিদির্ষ্টকালের জন্য সকল আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালনের ঘোষনা করে৷ অন্যদিকে বিলনিয়া ইমিগ্রেশন দিয়ে বৈধ যাত্রীদের অভিযোগ ভিসা দিয়ে দুই দেশের যাত্রী পারাপার হতে গিয়ে তাকে জনপ্রতি ৫’শ টাকা পরিশোধ না করলে আটকে রেখে টাকা আদায় করে৷ এবিষয়ে আনোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বন্দর ইমিগ্রেশনের মালিক তিনি৷ তার ইচ্ছের উপর চলবে৷ কোন যাত্রী ভিসা থাকলের সকল যাত্রী পারাপার হতে পারবে তা কিন্তু নয়৷ তার সন্দেহ হলেই রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আটকাতে পারেন৷ চাঁদা আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন৷