65478932

দৈনিকবার্তা-রংপুর, ২৭ ডিসেম্বর: মানুষের জান-মালের ক্ষতি করার আশঙ্কা রয়েছে বলেই সরকার গাজীপুরে কাউকে সভা-সমাবেশের অনুমতি দেয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি৷

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রংপুরের চারলেন সড়ক পরিদর্শনে এসে গাজীপুরে বিএনপির সমাবেশের অনুমতি না দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷মন্ত্রী বলেন, গণতান্ত্রিক দেশে সবারই সভা-সমাবেশ করার অধিকার রয়েছে৷ কিন্ত পুলিশ ও সরকারের কাছে খবর আছে, বিএনপি সমাবেশের নামে জ্বালাও- পোড়াও করবে৷

মন্ত্রী বলেন, বিএনপি বার বার আন্দোলনের দিনক্ষণ দেয়, কিন্তু আন্দোলন হয় না৷ মানুষের মনে প্রশ্ন, কোন বছর আন্দোলন হবে?বিএনপির আন্দোলন করার শক্তিই নেই বলেও তিনি মন্তব্য করেন৷বিএনপির নেতারা হরতাল দিয়ে মাঠে থাকেন না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এভাবে আন্দোলন হয় না৷ তাদের আন্দোলন সংবাদ সম্মেলন আর ভাষণের মধ্যে সীমাবদ্ধ৷

রংপুরে চারলেন সড়কের কাজ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী জুনের মধ্যে এ নির্মাণকাজ সম্পন্ন হবে৷ সড়কের কাজের জন্য সমস্যা তৈরি করা ১৩টি ভবন ভেঙে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী৷এছাড়া কাজে অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে৷২০১০ সালের নভেম্বর থেকে শুরু হওয়া একশ’ ২৬ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে চারলেন সড়কের কাজের এ পর্যন্ত প্রায় ৮১ শতাংশ শেষ হয়েছে৷