bangladesh-bank.sk_

দৈনিকবার্তা-ঢাকা, ১২ ফেব্রুয়ারি: ৫০০ কোটি টাকার বেশি অঙ্কের ঋণ পুনর্গঠনের আবেদন যাচাইয়ে ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক৷এ বিষয়ে জারি করা নীতিমালা অনুযায়ী আবেদন যাচাই-বাছাই করে অনুমোদনের জন্য উপস্থাপন করবে কমিটি৷

কমিটির প্রধান করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরীকে৷ কমিটির অন্য সদস্যরা হলেন, অফসাইট সুপারভিশন বিভাগের উপমহাব্যবস্থাপক শান্তি রঞ্জন সাহা, ব্যাংক পরিদর্শন বিভাগের উপমহাব্যবস্থাপক দীপংকর ভট্টাচার্য ও যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী, ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ আবুল হাসেম৷

গত ২৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ঋণ পুনর্গঠন নীতিমালায় অনুমোদন দেওয়া হয়৷