rail-1423930147

দৈনিকবার্তা-গাজীপুর, ১৫ ফেব্রুয়ারি: শনিবার রাতে ৫/৬ জন দুর্বৃত্ত ঢাকা-রাজশাহী রেলরুটের মাটিকাটা রেলক্রসিংয়ের পাশে পূর্ব চন্দ্রা পাশা গেইট এলাকায় নাশকতার জন্য রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলার চেষ্টা করে। এসময় ওই এলাকায় রেল লাইনের পাহারায় নিয়োজিত আনসারের টহল দলের চার সদস্য এ ঘটনা দেখতে পেয়ে জীবনের ঝুকি নিয়ে দুর্বৃত্তদের ধাওয়া করে। আনসারের সদস্যরা ধাওয়া করে জাহাঙ্গীর আলম (২০) নামের এক যুবককে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটককৃতকে কালিয়াকৈর থানা পুলিশে সোপর্দ করা হয়। আটক জাহাঙ্গীর মৌলভীবাজারের কুলাউড়া থানার গাজীপুর চা-বাগান এলাকার ফরিদ আহম্মেদের ছেলে। রবিবার বিকালে তাকে কমলাপুর রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাহসিকতার এঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান তার কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠাণে আনসারের চার সদস্যের প্রত্যেককে ৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান জানান, নাশকতা প্রতিরোধের জন্য উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ওই ঘটনায় সাহসিকতার জন্য আনসারের ৪ সদস্যের প্রত্যেককে গাজীপুরের জেলা প্রশাসক ৫ হাজার টাকা করে পূরস্কার ঘোষনা করেন।