7023_1

দৈনিকবার্তা-ঢাকা, ১২ মার্চ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, এতো ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যে দেশের জন্ম, সেই দেশটির যেন মোগল সম্রাজ্যের মতো পতন না হয়৷ রক্তের ওপর স্বাধীনতা পাওয়া এই দেশটি যেন চিরদিন টিকে থাকে৷বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সাংবাদিক সাহাদাত হোসেনের মোগল সম্রাজ্যের পতন ও স্নায়ুযুদ্ধ বই দুটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন৷

তিনি বলেন, বর্তমান শাসক গোষ্ঠীকে মোগল সম্রাজ্যের পতনের কারণগুলো চিহ্নিত করতে হবে৷ সে অনুযায়ী আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত্‍৷ আমরা পদে পদে ভুল করেছি৷ মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিল৷ যে স্বপ্ন নিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল তাদের স্বপ্নের কাছাকাছিও যেতে পারিনি৷

এসময় তিনি বলেন, আমরা এখনো নিজেদের ঘরের সমস্যার সমাধান করতে পারিনা৷ সমাধানের জন্য বিদেশীদের দিকে তাকিয়ে থাকি৷ অথচ আমাদের দেশের ছেলে- মেয়েরা কোথাও পিছিয়ে নেই৷ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় অঙ্ফোর্ড, ক্যামব্রিজের মত জায়গায়ও বিখ্যাত শিক্ষকগুলো দেখা যায় বাঙালী৷ দেশে চলমান রাজনৈতিক সমস্যার কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দিন আহমদ বলেন, ঘরের সমস্যা সমাধানে কেনো আমরা বাইরের দিকে চেয়ে থাকবো? আমরা কেনো নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারি না?

এমাজ উদ্দিন বলেন, সবার মধ্যে দেশপ্রেম ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে পারলে এ সমস্যা তৈরি হতো না৷ দেশপ্রেম এমনিতে আসে না, জাগ্রত করতে হয়৷তিনি বলেন, আমার দীর্ঘ দিনের শিক্ষকতার অভিজ্ঞতায় বলতে পারি বাংলাদেশের মাটি খুবই উর্বর মাটি৷ এদেশের সন্তানেরা পৃথিবীর যেকোন দেশের মেধাবীদের চেয়ে এগিয়ে রয়েছেন৷ পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের ছেলেমেয়েরা পড়ালেখাসহ শিক্ষকতাও করছেন৷দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা পদে পদে ভুল করে চলেছি৷ ৭১-এ যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের স্বপ্ন আমরা আজও বাস্তবায়ন করতে পারিনি৷

এমাজ উদ্দিন বলেন, পাকিস্তান-ভারত যেভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ সেভাবে স্বাধীন হয়নি৷ বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক রক্তের বিনিময়ে৷

দেশের সমস্যা সমাধানে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং আস্থার জায়গা বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন৷এই রাষ্ট্রের পতন যেনো মোঘল সাম্রাজ্যের পতনের মতো না হয়, সে দিকে দৃষ্টি রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি৷

এর আগে লেখক ও সাংবাদিক সাহাদত হোসেন খানের লেখা মোঘল সাম্রাজ্যের পতন ও স্নায়ুযুদ্ধ’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন ড. এমাজ উদ্দিন আহমদ৷অনুষ্ঠানে সাবেক এমপি ও লেখক গোলাম মাওলা রনি বলেন, আমাদের অর্জন এবং বর্জনের বিষয়গুলো সাধারণ মানুষকে বিবেচনা করে কাজ করতে হবে৷ ঢালাওভাবে কারো আনুগত্য করা ঠিক না৷

আমিরুল ইসলাম কাগজীর পরিচালনায় ও ডেইলি নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম. নুরউদ্দিন খান, শিক্ষাবিদ ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, এরশাদ মজুমদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান প্রমুখ৷