sdsd

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ মার্চ: চাহিদা অনুযায়ী সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ হওয়ায় বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিতে পারবে না পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে,সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের ২২ ধারা অনুযায়ী তারা নগদ লভ্যাংশ দিতে পারবে না। ২২ ধারায় বলা হয়েছে প্রাথমিক ব্যয়, সাংগঠনিক ব্যয়, শেয়ার বিক্রি ও দালালির কমিশন, লোকসান এবং অন্যান্য ব্যয়সহ মূলধনী ব্যয়ে পরিণত হওয়া সব ব্যয় সম্পূর্ণভাবে অবলোপন না করা হলে কোনো কোম্পানি নগদ লভ্যাংশ দিতে পারবে না।

জানা গেছে, বেসরকারি খাতের তিন ব্যাংকের মধ্যে দুটি ব্যাংকের সঞ্চিতি ঘাটতি রয়েছে। অপর ব্যাংকটি অন্যান্য সঞ্চিতি ঘাটতি না থাকলেও শেয়ারবাজারে বিনিয়োগের বিপরীতে পর্যাপ্ত সঞ্চিতি সংরক্ষণ করতে পারেনি। ফলে আইন অনুযায়ী এ ব্যাংকগুলো ২০১৪ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিতে পারবে না।