হিলি01

দৈনিকবার্তা-হিলি (দিনাজপুর), ১৭ মার্চ: দেশের দ্বিতীয় বৃহত্তম হিলিস্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সকালে পানামা হিলি পোর্ট থেকে ভারতীয় খালি ট্রাকগুলো বের হয়ে ভারতে প্রবেশ চলে যায়।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, ১৭ মার্চ মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সরকারি ছুটির কারণে হিলিস্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বন্দরের ভেতর থেকে পণ্য ডেলিভারি দেয়াসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। আগামীকাল বুধবার সকাল থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব কার্যক্রম চালু হবে।হিলি আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার চালু রয়েছে।