বরগুনায় কষ্টি পাথরের মূর্তি

দৈনিকবার্তা-বরগুনা, ১৮ মার্চ, ২০১৫ : জেলার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মঙ্গলবার রাতে কষ্টি পাথরের মূর্তিসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮। আটককৃত ব্যক্তিরা হচ্ছে- আমতলী উপজেলার টিয়াখালী গ্রামের জামাল হাওলাদার, একই গ্রামের হানিফ সরদার ও তারিকাটা গ্রামের রিপন হাওলাদার। এদের মধ্যে জামাল হাওলাদার গাড়ির হেলপার হিসেবে কাজ করে। হানিফ সরদার চায়ের দোকানদার। আর রিপন হাওলাদার ওয়ার্কশপের মালিক।

মঙ্গলবার রাত ১০টার দিকে নিজাম মিয়ার চায়ের দোকান থেকে মূর্তিসহ তাদেরকে আটক করা হয়েছে। র‌্যাব-৮ পটুয়াখালী জোনের কো¤পানি কমান্ডার আসাদুজ্জামান জানান, রাতে মূর্তিটি বিক্রির জন্য নিজামের চায়ের দোকানে নিয়ে আসা হয়েছিলো। বিক্রেতার টোপ ফেলে তাদের আটক করা হয়েছে। রাতেই তাদেরকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার রায় জানিয়েছেন, এ ঘটনায় র‌্যাবের ডিএডি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।