বান্দরবান-সেক্টর-বিজিবির-উদ্যোগে-বিনামুল্যের-চিকিৎসাসেবা-শুরু

দৈনিকবার্তা-বান্দরবান, ২৩ মার্চ: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবান সেক্টরের উদ্যোগে প্রতি সপ্তাহে ৪ দিন বিনামুল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমের ১ম দিনে সোমবার সকালে বিজিবি’র বান্দরবান সেক্টরের অস্থায়ী কার্যালয়ে ২৫০ জন নারী ও পুরুষ রোগীকে চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়। জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বিজিবি বান্দরবান সেক্টরের মেডিকেল অফিসার মেজর ডা. শাহ আলম।

সেক্টর কমান্ডার কর্ণেল এসএম অলিউর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম আবদুল কুদ্দুছ এবং পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মজিবুর রহমান চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।এ সময় সেক্টর কমান্ডার উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সীমান্ত এলাকাসহ জেলায় যেকোন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ এবং চোরালাচানসহ মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমে বিজিবি সবসময়ই প্রস্তুত।তিনি বলেন, ইতোমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমনে সেনাবাহিনী, পুলিশ এবং আনসার ব্যাটালিয়নের সদস্যদের সাথে বিজিবি সফলতার সাথে কাজ করে যাচ্ছে। বিজিবি বান্দরবান সেক্টরের উদ্যোগে বান্দরবান সদর ও খানসামা এলাকায় প্রত্যেক সপ্তাহে ৪ দিন করে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার পাশাপাশি চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীদের প্রয়োজনীয় ওষুধপত্র বিনামুল্যে বিতরণ করা হবে।