দৈনিকবার্তা-DoinikBarta_Garrisa_bg_116242456

দৈনিকবার্তা-ঢাকা, ৪ এপ্রিল: সোমালিয়ার বিদ্রোাহী-জঙ্গিরা কেনিয়ায় আরো রক্তক্ষয়ী হামলার হুমকি দিয়েছে।আল শাবাব নামে জঙ্গি গোষ্ঠীটির সদস্যরা বৃহস্পতিবার কেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র হামলা চালিয়ে প্রায় ১৫০ জনকে হত্যা করার পর শনিবার আরো হামলার হুমকি দিল।মুখোশধারী সশস্ত্র চার জঙ্গি সোমালিয়ার সীমান্তবর্তী কেনিয়ার গারিসা শহরের বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসে ঢুকে নির্বিচার গুলি চালিয়ে শিক্ষার্থীদের হত্যা করে।কেনিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় শহর গারিসা সোমালি সীমান্ত থেকে ১২০ মাইল দূরে অবস্থিত।আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল শাবাব বলছে, সোমালিয়ায় কেনিয়ার সেনাবাহিনী পাঠানো এবং দেশটিতে মুসলিমদের প্রতি অসদাচরণের ফল এই হামলা।

ইমেইলে পাঠানো এক বিবৃতিতে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়, অন্য হামলা প্রতিরোধ বা তোমাদের শহরগুলোতে রক্তস্নান ঠেকাতে কোনো ব্যবস্থাই তোমাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। কেনিয়ার জনগণকে উদ্দেশ্য করে দেয়া এই বার্তায় দীর্ঘ ভয়াবহ যুদ্ধের ঘোষণা দিয়ে বলা হয়, কেনিয়ার শহরগুলোতে ‘রক্তের বন্যা বইবে।গারিসা বিশ্ববিদ্যালয় কলেজে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ নাকাইসেরি শুক্রবার বলেছেন, পুলিশ সন্দেহভাজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে।ওইদিন বেশ কয়েকজনকে এই হামলার ঘটনার জেরে গ্রেপ্তারও করা হয়েছে।১৯৯৮ সালের পর বৃহস্পতিবারের গারিসা হামলাই কেনিয়ার ইতিহাসে সবচে ভয়াবহ হামলা।১৯৯৮ সালে কেনিয়ার রাজধানী নাইরোবির যুক্তরাষ্ট্রের দূতাবাসে আল কায়েদা বোমা হামলা চালায়। ওই হামলায় ২ শতাধিক মানুষ নিহত হন।