দৈনিকবার্তা-DoinikBarta_download

দৈনিকবার্তা-বগুড়া, ৪ এপ্রিল: কালবৈশাখী ঝড়ে বগুড়ায় দেয়াল চাপা পড়ে আজিরন বিবি(৩৮) নামের এক মহিলা নিহত হয়েছে। এছাড়া গাছের ডালপালা ভেঙ্গে ও দেয়াল ধ্বসে কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের বগুড়ার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতাল গুলোতে ভর্তি করা হয়েছে। শহরের বউ বাজার এলাকায় দেওয়াল ধ্বসে আজিরণ বিবি মারা যায়। আজিরন শহরের বউ বাজার এলাকার আব্দুল ওয়াহেদ এর স্ত্রী। এছাড়া ৫/৭ জন আহত হয়। আহতে শারমিন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনকে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা ১ মিনিটে উত্তর-পশ্চিম দিকে থেকে উঠে আসা কালবৈশাখী ঝড়ের আঘাতে বগুড়া শহরসহ আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে কাঁচা ঘরবাড়ি উড়ে গেছে। গাছপালা ভেঙ্গে পড়েছে। গাছের ডাল ভেঙ্গে পড়ে বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে বগুড়া শহর ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ঝড়ে শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় শেরপুরে গাছ ভেঙ্ েপড়ে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। শহরের শত শত সাইন বোর্ড বিল বোর্ড সহ টিনের ঘরবাড়ি তছনছ হয়ে যায়। ঝড়ে শহরের বিদ্যুতের তার, ডিস লাইন, টেলিফোন লাইন ছিড়ে বিচ্ছিন্ন হযে পড়েছে। বগুড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ জানান, ঝড়ে তান্ডবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হযে পড়ায় শনিবার রাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে না। পল্লী বিদ্যুৎ এর সিনিয়র জিএম শাসছুদ্দিন জানান, জেলার ৬হাজার ৩শ কিলোমিটার লাইন ঝড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাতে এ সমস্ত লাইনে সংযোগ দেওয়া সম্ভব হবে না।

বগুড়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, শনিবার সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে ৬টা ১৬ মিনিট পর্যন্ত ৯৬ কিলোমিটার বেড়ে ঝড় বয়ে যায়। ১৫ মিনিট স্থায়ী এই ঝড়ে শহরসহ আশেপাশের এলাকা লন্ডভন্ড হয়ে যায়।বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস জানান, জেলার সব জায়গায় ঝড়ে ক্ষয়ক্ষতি হলেও গাবতলী, ধুনট ও বগুড়া সদরে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমান এখনও জানা যায়নি।